আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরনে চিকিৎসাধীন শিউলি মারা গেছে


সংবাদের আলো ডেস্ক: আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় শিউলি আক্তার নামে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ দুর্ঘটনায় এখনও আশঙ্কাজনক ৮ জনসহ ১০ জন জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি আছেন। চিকিৎসকরা জানান, শরীরের ৯৫ শতাংশ দগ্ধ নিয়ে গতরাতে জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিউলি আক্তার। ভর্তি রয়েছে তার দুই ছেলে ও স্বামীসহ আরও ১০ জন। এর আগে শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শবে বরাত উপলক্ষে দুই ভাই সোহেল ও সুমনের পরিবার একত্রিত হয়েছিল একই বাসায়। স্বজনরা জানান, সেখানেই সিলিন্ডারের গ্যাস লিকেজ হয়ে ঘটে বিস্ফোরণ।মাটিতে লুটিয়ে পড়ে নারী ও শিশুসহ ১১ জন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নিয়ে যান আশুলিয়া নারী ও শিশু হাসপাতালে। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের পাঠানো হয় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। চিকিৎসকরা জানান, দগ্ধদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক ছিল। বাকি ৮ জনের অবস্থাও গুরুতর। আশঙ্কাজনক ৩ জনের মধ্যে শিউলি আক্তার রাতে মারা যায়।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।