মঙ্গলবার, ১৩ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

নাজিরপুরে জমি-জমার বিরোধের জেরে বিএনপি নেতার বিরুদ্ধে ঘেরের মাছ ও ফল লুটের অভিযোগ

নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুরের নাজিরপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এক কৃষকের মাছের ঘের ও ফলের বাগান লুটের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতা নাজমুল মোল্লার বিরুদ্ধে। অভিযুক্ত নাজমুল মোল্লা সদর ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং কুমারখালি গ্রামের বাসিন্দা মৃত সিরাজ মোল্লার ছেলে। ক্ষতিগ্রস্ত কৃষক মো. লিয়াকত আলী শেখ একই গ্রামের বাসিন্দা এবং মৃত মোদাচ্ছের আলী শেখের পুত্র। তিনি জানান, তাঁর বাড়ির সম্মুখে একটি মাছের ঘেরে তিনি দীর্ঘদিন ধরে চাষাবাদ করে আসছেন। মাছ চাষের পাশাপাশি ঘেরপাড়ে রয়েছে ফলজ গাছের বাগান, যেখানে আম, লিচু, পেপে, জাম্বুরা, ডাবসহ বিভিন্ন ফল উৎপাদন করা হয়। গত ১১ মে (রবিবার) সকাল ৯টার দিকে বিএনপি নেতা নাজমুল মোল্লার নেতৃত্বে প্রায় অর্ধশতাধিক লোকজন হঠাৎ আমার বাড়ির দুই পাশ দিয়ে প্রবেশ করে আমাকে ঘিরে ফেলে।

একপর্যায়ে আমাকে মারধর করে এবং ঘেরের মাছ জাল দিয়ে ধরতে থাকে। একই সময় অপর একটি দল গাছে উঠে ফল পাড়তে শুরু করে।প্রায় ঘন্টাখানেক সময় ধরে তারা আমার মাছের ঘের থেকে মাছ এবং বাগান থেকে ফল লুট করে নিয়ে যায় বলে অভিযোগ করেন কৃষক লিয়াকত আলী। ঘটনার পরপরই তিনি ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশের সহায়তা চান এবং তাদের পরামর্শ অনুযায়ী নাজিরপুর থানায় মূল অভিযুক্ত বিএনপি নেতা নাজমুল মোল্লা সহ ১৫ জনের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত নাজমুল মোল্লা বলেন, অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। জায়গাটি আমাদের। এ নিয়ে আদালতে মামলা হয়েছিল এবং রায় আমাদের পক্ষে এসেছে। তাই আমরা আমাদের সম্পত্তি থেকে মাছ ও ফল সংগ্রহ করেছি। এ বিষয়ে নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) শেখ হেলাল উদ্দিন বলেন, মো. লিয়াকত আলী একটি লিখিত অভিযোগ করেছেন। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়