খালেদা জিয়ার সুস্থতা কামনায় মানুষের মাঝে কম্বল বিতরণ


নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া ও তারেক রহমানের নির্দেশে অসহায় দুস্থ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। আজ শনিবার বিকেলে নওগাঁ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলুর উদ্যোগে দুই সহ¯্রাধিক মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণের সময় অন্যদের মধ্যে জেলা বিএনপির সদস্য সচিব বায়েজিদ হোসেন,
জেলা যুবদলের সদস্য সচিব রুহুল আমিন মুক্তার প্রমুখ উপস্থিত ছিলেন। জাহিদুল ইসলাম বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় তারেক রহমানের নির্দেশে সাধ্যমতো অসহায় মানুষকে সহযোগিতা করার চেষ্টা করছি। কারণ, বিএনপি গণমানুষের দল, জনগণের জন্যই বিএনপির রাজনীতি।


সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।