বুধবার, ২৩শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

আ.লীগকে ক্ষমতায় টিকিয়ে রাখতেই বিডিআর হত্যাকাণ্ড: অ্যাটর্নি জেনারেল

সংবাদের আলো ডেস্ক: বিডিআর হত্যাকাণ্ড ছিল আওয়ামী লীগকে ক্ষমতায় টিকিয়ে রাখার একটি আন্তর্জাতিক চক্রান্ত বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। আজ শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে এফডিসিতে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। এ সময় অ্যাটর্নি জেনারেল বলেন, ‘বাংলাদেশের মানুষকে জিম্মি করার জন্য, ভোটের অধিকার হরণ করার জন্য, নৈরাজ্যের মাধ্যমে দেশের সার্বভৌমত্ব ধ্বংস করার জন্য বিডিআর হত্যাকাণ্ডের ঘটনা ঘটনো হয়েছিল।’ মো. আসাদুজ্জামান বলেন, ‘সাবেক সেনাপ্রধান জেনারেল মঈন ইউ আহমেদের প্রচ্ছন্ন নিষ্ক্রিয়তা ছাড়া বিডিআর হত্যাকাণ্ড সম্ভব ছিল না।এ হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ডদের বের করতে হবে।’ ভারতের সমালোচনা করে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘একটি বন্ধু রাষ্ট্র বন্ধুত্বের হাত বাড়িয়ে দেওয়ার নামে বাংলাদেশে লুটপাটের রাজত্ব কায়েম করেছিল। এখন একজন খুনিকে আশ্রয় দিয়ে প্রতিবেশী রাষ্ট্রটি বাংলাদেশের মুখোমুখি দাঁড়িয়েছে।’

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়