কাজিপুরের নিশ্চিন্তপুরের জনসভায় সেলিম রেজা- নেতাকর্মিদের পাশে যিনি থাকেন তিনিই প্রকৃত নেতা


নেতা স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার নিশ্চিন্তপুর ইউনিয়ন বিএনপির এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে জজিরা মাঠে অনুষ্ঠিত জনসভায় সভাপতিত্ব করেন নিশ্চিন্তপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবুল কালাম আজাদ। নিশ্চিন্তপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন চালকলাদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক সভাপতি সেলিম রেজা। অনুষ্ঠানে তিনি বলেন, যারা দলের জন্য শ্রম দেন, ঘাম ঝরান কেবল তাদেরই দল এবং জনগণ মূল্যায়ণ করবে। নেতাকর্মিদের বিভ্রান্ত না হয়ে দলীয় কর্মকান্ডে অংশ গ্রহণের আহবান জানিয়ে সেলিম রেজা বলেন, ‘অতীতেও আপনাদের পাশে ছিলাম, ইনশা আল্লাহ আগামীতেও থাকবো।নেতাকর্মিদের পাশে বিপদে আপদে যিনি থাকেন তিনিই তো প্রকৃত নেতা। আগামী দিনে আপনাদের দোয়া ও ভালোবাসা পেলে কাজিপুরের সেবা করতে এমপির মনোনয়ন দল আমাকেই দেবেন। আমি অবশ্যই কাজিপুরের রাজনীতিতে সহাবস্থান তৈরি করবো। আমরা আওয়ামী লীগের মতো কাজিপুর চালাবো না।’ নেতা-কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আওয়ামী লীগের নেতাদের প্রতি ক্ষোভ প্রকাশ করে সেলিম রেজা বলেন, ‘খলিল-জয়ের কারণে নিজেদের বাড়িতে ঘুমাতে পারি নাই। তারপরও কাজিপুরে বিএনপিকে সংগঠিত রাখতে নেতাকর্মীদের নিয়ে গোপনে উঠোন বৈঠক সহ মোবাইলে সব সময় যোগাযোগ রেখেছি।
তাইতো আজ কাজিপুরের বিএনপি সুসংগঠিত।’ নিশ্চিন্তপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত এ জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম।সাবেক যুগ্ন সম্পাদক সাইদুল ইসলাম, সাবেক সাংগঠনিক নাসির উদ্দিন রতন, হাজী মিজানুর রহমান বাবলু, যুবদলের আহব্বায়ক মনজুর রশিদ রানা, সদস্য সচীব মিজানুর রহমান মজিবর, স্বেচ্ছাসেবক দলের আহব্বায়ক জুয়েল রানা, সদস্য সচীব শামীম আহম্মেদ রুবেল, ছাত্রদলের আহব্বায়ক রাশেদুল হাসান রিপন, যুগ্ম আহব্বায়ক আশিকুর রহমান আশিক। এসময় ইউনিয়ন ও উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।