উল্লাপাড়ায় স্কুলে আওয়ামীলীগ নেতাকে অতিথি করায় প্রধান শিক্ষক লাঞ্ছিত


রায়হান আলী, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় উধুনিয়া মানিকজান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কেএম সাইফুল ইসলাম স্কুলের অনুষ্ঠানে আওয়ামীলীগ নেতা কে অতিথি করায় স্থানীয় জনতার হাতে লাঞ্ছিত হওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারী) বেলা ১২ টার দিকে উধুনিয়া মানিকজান উচ্চ বিদ্যালয়ে শিক্ষিকা নাজনীন খাতুনের বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রাজ্জাক। এতে অনুষ্ঠানে উপস্থিত জনতার রোষানলে শিকার হন প্রধান শিক্ষক কেএম সাইফুল ইসলাম।অনুষ্ঠান শেষে স্থানীয় লোকজন তাকে লাঞ্ছিত করেছেন বলে বিষয়টি স্বীকার করেন। এ বিষয়ে উধুনিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তানভীর রানা সাহেদ জানান ঘটনাটি তিনি শুনেছেন প্রধান কে এম সাইফুল ইসলাম ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি কে দাওয়াত দেওয়ায় স্থানীয় জনতা তাকে লাঞ্ছিত করেছে। তিনি আরো জানান সাইফুল ইসলাম এর মাঝে আওয়ামী প্রীতি রয়েছে, স্কুলের প্রতিটি অনুষ্ঠানে আওয়ামী লীগের নেতাকর্মী কে দাওয়াত দিয়ে থাকেন এই প্রধান শিক্ষক।
এ বিষয়ে উধুনিয়া মানিকজান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কেএম সাইফুল ইসলাম স্কুলের একটি সহকারী শিক্ষিকার বিদায় অনুষ্ঠানে আব্দুর রাজ্জাক কে দাওয়াত করা হয়েছিল, সে আওয়ামী লীগের পদে আছেন কিনা তা তার জানা ছিলো না। এতে ক্ষিপ্ত হয়ে অনুষ্ঠান শেষে উপস্থিত জনতা তাকে লাঞ্ছিত করেছেন। উল্লাপাড়া মাধ্যমিক শিক্ষা অফিসার এ.কে.এম শামসুল হক জানান ঘটনাটি তিনি জানেন না, বিষয়টি তিনি খতিয়ে দেখবেন।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।