বৃহস্পতিবার, ২৭শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

শাহজাদপুরের সাবেক এমপি চয়ন ও তার স্ত্রীকে কারাগারে প্রেরণ

সংবাদের আলো ডেস্ক: গাজীপুর জেলার শ্রীপুরে গ্রেফতার হওয়া সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের সাবেক সংসদ সদস্য ও শাহজাদপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি চয়ন ইসলাম (৬৩) ও তার স্ত্রী জোছনা খানমকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দিয়েছে আদালত। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে তাদের শাহজাদপুর চৌকি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট গোলাম রব্বানীর এজলাসে প্রেরণ করলেন তিনি এই আদেশ দেন। এর আগে শাহজাদপুর থানায় দায়ের করা বাড়িঘর ভাঙচুর ও বিস্ফোরক আইনে দুটি মামলায় ও এর একটি মামলায় জোসনা খানমকে গ্রেফতার দেখিয়ে সকাল ৯ টায় পুলিশ ও র‌্যাবের কড়া প্রহরায় চয়ন ইসলাম ও তার স্ত্রীকে আদালতে সোপর্দ করা হয়। আদালতের সিএসআই আশরাফ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।থানা পুলিশ সূত্রে জানা যায়, গত রোববার দিবাগত রাত ১২ টার দিকে গাজীপুর জেলার শ্রীপুর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার তেলিহাটি ইউনিয়নের মাটিরবাড়ি গ্রামের একটি বহুতল ভবনের চারতলা থেকে সাবেক এমপি চয়ন ইসলাম ও তার স্ত্রী জোছনা খানমকে গ্রেফতার করে। চয়ন ইসলাম ও তার দ্বিতীয় স্ত্রী প্রায় ৩ মাস ধরে ওই বাড়িতে আত্মগোপনে ছিলেন। এদিকে গত সোমবার রাত ১০ টার দিকে কড়া পুলিশ প্রহরায় গ্রেফতারকৃত চয়ন ইসলাম ও তার স্ত্রী জোছনা খানমকে শাহজাদপুর থানায় আনা হয়। থানার অফিসার ইনচার্জ আছলাম আলি জানান, ২০১৮ সালে সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী ড. এম এ মুহিতের পৌর এলাকার খঞ্জনদিয়ার মহল্লার ও উপজেলার শ্রীফলতলা গ্রামের বাড়িঘর ভাঙচুর ও বিস্ফোরক আইনে বাদশা মিয়া ও আব্দুল হামিদ বাদি হয়ে থানায় পৃথক দুইটি মামলা দায়ের করেন। ওই দুই মামলায় চয়ন ইসলামকে প্রধান আসামি করা হয়। তিনি জানান, দায়ের করা দুই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়। মামলার বাদী মো. বাদশা মিয়া তাদের উপরে নির্যাতনের বর্ণনা দিতে গিয়ে বলেন, ক্ষমতায় থাকা কালীন চয়ন ইসলাম তার বোন মেরিনা জাহান কবিতা ও ভাগ্নে সুমগ্ন করিম বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, দখলবাজিসহ নানান অপকর্মের মাধ্যমে প্রায় ৫শ কোটি টাকা পাচার করেছেন। বিগত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় সিরাজগঞ্জ জেলা বিএনপির সাবেক প্রধান উপদেষ্টা ড. এম‌এ মুহিতের বাড়িতে হামলা, অগ্নিসংযোগ, কর্মী সমর্থকদের উপরে বর্বর হামলা চালায়।তার গ্রেফতারের খবরে শাহজাদপুরের মানুষ আনন্দিত, তারা চায় চয়ন ইসলামের বোন সাবেক এমপি মেরিনা জাহান কবিতা ও তার ছেলে বালু মামা খ্যাত সুমগ্ন করিমকেও গ্রেফতারের দাবি জানায়। উল্লেখ্য, চয়ন ইসলাম ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী হিসেবে বিজয়ী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি উপজেলার চরনবীপুর গ্রামের বিশিষ্ট শিক্ষাবিদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রয়াত ড. মযহারুল ইসলামের ছেলে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ