কুড়িগ্রামের বাঁশজানি সীমান্তের শূন্যরেখায় বিএসএফের সিসি ক্যামেরা স্থাপন


সংবাদের আলো ডেস্ক: কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার বাঁশজানী সীমান্তের শূন্যরেখায় সিসি ক্যামেরা স্থাপন করেছে বিএসএফ। এ ঘটনায় কড়া প্রতিবাদ জানিয়েছে বিজিবি। রোববার (৯ ফেব্রুয়ারি) রাতে আন্তর্জাতিক সীমানা পিলার ৯ এস এর ৯৭৮ নম্বর পিলারের শূন্যরেখায় ইউক্যালিপটাস গাছে একটি সিসি ক্যামেরা স্থাপন করেন বিএসএফের ছোট গাড়ল ঝড়া ক্যাম্পের সদস্যরা। স্থানীয় সূত্র জানায়, রাতের আঁধারে শূন্যরেখায় সিসি ক্যামেরা স্থাপন করে বিএসএফ। সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে স্থানীয়রা বিষয়টি বিজিবিকে জানালে তারা বিএসএফকে ডেকে এর কড়া প্রতিবাদ জানান।একইসঙ্গে সিসি ক্যামেরা অপসারণ করতে বলেন। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিজিবি-বিএসএফের মধ্যে একাধিকবার আলোচনা হলেও ক্যামেরা খুলে নিয়ে যায়নি বলে জানা গেছে। কুড়িগ্রাম-২২ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মাসুদুর রহমান বলেন, শূন্যরেখায় সিসি ক্যামেরা স্থাপনের বিষয়ে প্রতিবাদ জানালে বিএসএফ তা অপসারণের আশ্বাস দিয়েছে।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।