নেত্রকোনায় নদী রক্ষায় গনশুনানি


নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনায় নদী হাওর এবং খাল বিল খনন এবং জলাশয় রক্ষায় গন শুনানি অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে পানি উন্নয়ন বোর্ডের আয়োজনে সাতপাই পানি উন্নয়ন বোর্ডের ভবনে এই গণশুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে কৃষক, জেলে নদীর তীরবর্তী বাসিন্দা সহ সংশ্লিষ্ট কৃষি, মৎস্য, স্থানীয় সরকার প্রকৌশল, সড়ক বিভাগসহ বিভিন্ন সরকারি বেসরকারি দফতরের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। এ সময় ওগশুনানী গ্রহণ করেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সারওয়ার জাহান। জেলার নদ-নদী, খাল-বিল এবং হাওরের জীববৈচিত্রের পরিবেশ তুলে ধরাসহ নদী হত্যা না করে বালু উত্তোলন এবং নদীর গতিপথ ফিরিয়ে আনার জন্য প্রস্তাবনা তুলে ধরেন পরিবেশবিদ সহ কৃষক গণ।নেত্রকোনা জেলায় এই প্রথম এমন গনশুনানীতে সরাসরি কৃষক সহ সাংবাদিক এবং বিভিন্ন পরিবেশবাদী সহ সামাজিক সংগঠনের নেতাকর্মীরাও অংশ নেন। আলোচনায় মতামত তুলে ধরেন, নেত্রকোনার শিক্ষা সংস্কৃতি পরিবেশ ও বৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক আলপনা বেগম, বেসরকারি উন্নয়ন সংস্থা বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী অহিদুর রহমান,সেইভ দ্যা এনিমেল অফ সুসং-এর প্রতিষ্ঠাতা রিফাত আহমেদ রাসেল , বেলার নেটওয়ার্ক প্রতিনিধি মো. দিলওয়ার খান, কৃষক আব্দুস সালাম ও তারা মিয়াসহ অন্যরা।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।