ভূঞাপুরে নসিমনের ধাক্কায় মাদরাসা ছাত্র নিহত


আখতার হোসেন খান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুরে শুক্রবার (০৭ ফেব্রুয়ারি) সাইকেল ও নসিমনের সাথে মুখোমুখি সংঘর্ষে আলিফ নামের এক মাদরাসাছাত্র নিহত হয়েছে। নিহত আলিফ উপজেলার ভাদুরির চর গ্রামের এখলাছ উদ্দীনের ছেলে। তিনি শালদাইর নূরে মদিনা দারুল উলুম মাদ্রাসার নাজেরেনা বিভাগের ছাত্র ছিলেন। গোবিন্দাসী-ভূঞাপুর আঞ্চলিক মহাসড়কের বাগবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। আহত ব্যক্তিকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়।স্থানীয়রা জানান, আলিফ গোবিন্দাসী থেকে সাইকেল যোগে তার নিজ বাড়ি ভাদুরিচরের দিকে যাচ্ছিলেন। গোবিন্দাসী-ভূঞাপুর সড়কের বাগবাড়ি নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি নসিমনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আলিফ গুরুতর আহত হয়। পরে স্থানীয়দের সহযোগীতায় তাকে হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ বিষয়ে ভূঞাপুর থানার ওসি একেএম রেজাউল করিম জানান, সড়ক দুর্ঘটনায় নিহতের মরদেহ আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।