শুক্রবার, ২৮শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

লটারিতে পদায়ন: পাবনার নতুন পুলিশ সুপার আনোয়ার জাহিদ

সঞ্জিত চক্রবর্তী, পাবনা প্রতিনিধি: একযোগে সারাদেশের ৬৪ জেলায় বাংলাদেশ পুলিশের সর্বশেষ রদবদলে লটারির মাধ্যমে আনোয়ার জাহিদকে পাবনার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে পদায়ন করা হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেরিত প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত হওয়ার পর জেলাজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। বর্তমানে তিনি পটুয়াখালীতে পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছেন। সৎ, দক্ষ এবং কঠোর আইনপ্রয়োগকারী কর্মকর্তা হিসেবে সুনাম থাকা আনোয়ার জাহিদের পাবনায় আগমনকে জেলার সচেতন মহল ইতিবাচক হিসেবেই দেখছেন।

বিশেষত সাম্প্রতিক সময়ে পাবনা-৪ অঞ্চলে রাজনৈতিক তৎপরতা বৃদ্ধি, বিভিন্ন আন্দোলন–বিক্ষোভ এবং স্থানীয় অপরাধ চক্রগুলোর সক্রিয়তা—সব মিলিয়ে এক অভিজ্ঞ নেতৃত্বের প্রয়োজনীয়তা ছিল তীব্র। এদিকে গত ১৭ নভেম্বর পাবনার পুলিশ সুপার হিসেবে পদায়ন পাওয়া এ এন এম সাজেদুর রহমানকে হঠাৎ করেই কক্সবাজারে বদলি করা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে। মাত্র কয়েক দিনের ব্যবধানে এ পরিবর্তনকে অনেকে অস্বাভাবিক বলে মনে করছেন।

তবে দপ্তর সংশ্লিষ্টরা বলছেন এটি পুলিশের অভ্যন্তরীণ রদবদলের নিয়মিত প্রক্রিয়া। পাবনার সাধারণ মানুষ নতুন এসপির আগমনকে স্বাগত জানিয়ে আশা প্রকাশ করেছেন যে, জেলার চলমান সমস্যাগুলো সমাধানে আনোয়ার জাহিদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। বিশেষত মাদক নিয়ন্ত্রণ, সন্ত্রাস দমন, নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধ এবং নির্বাচনকালীন নিরাপত্তা সব ক্ষেত্রেই তাঁকে কঠিন কর্মপরিকল্পনার মুখোমুখি হতে হবে।

নতুন এসপির যোগদানের তারিখ শিগগিরই জানানো হবে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে। পাবনার মানুষ এখন অপেক্ষায় নতুন পুলিশ সুপারের হাত ধরে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতিতে কি পরিবর্তন আসে!

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়