তাড়াশে আলআমিন কিন্ডার গার্ডেনে অভিভাবক-শিক্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
খালিদ হাসান, তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার আলআমিন কিন্ডার গার্ডেনে গতকাল ২৬ নভেম্বর সকাল ১০টায় এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, শিক্ষার্থীদের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা এবং অভিভাবকদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ তৈরির লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি মোঃ নাজির উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নুসরাত জাহান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস ছালাম। প্রধান অতিথির বক্তব্যে ইউএনও নুসরাত জাহান বলেন, ”শিশুদের জীবনের প্রথম ধাপেই যদি শৃঙ্খলা, নৈতিকতা ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করা যায়, তাহলে তাদের ভবিষ্যৎ সফল হবে।
এ ক্ষেত্রে শিক্ষক ও অভিভাবকদের পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।” বিশেষ অতিথি আব্দুস ছালাম বলেন, ”বিদ্যালয়ের পরিবেশ যত উন্নত হবে, শিক্ষার্থীদের শেখার আগ্রহ ও ফলাফল তত বাড়বে। শিশুদের মানসম্মত শিক্ষা দিতে অভিভাবকদের আরও সচেতন হতে হবে।” সভাপতির বক্তব্যে মোঃ নাজির উদ্দিন বলেন, ”আলআমিন কিন্ডার গার্ডেনকে একটি আধুনিক ও আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে আমরা নিয়মিতভাবে নানা উদ্যোগ গ্রহণ করছি।
অভিভাবকদের সহযোগিতা আমাদের পথচলাকে আরও সহজ করবে।” বিদ্যালয়ের পরিচালক আল-আমিন বলেন, শিশুদের জন্য নিরাপদ ও আনন্দময় পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি আধুনিক শিক্ষাপদ্ধতির মাধ্যমে পাঠদান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতে সহশিক্ষা কার্যক্রম সম্প্রসারণ ও অবকাঠামো উন্নয়নের পরিকল্পনাও রয়েছে। সমাবেশে উপস্থিত অভিভাবকরাও তাদের মতামত প্রকাশ করেন।
মোছাঃ সনিয়া খাতুন খেলাধুলার সুবিধা বৃদ্ধির দাবি জানান এবং আব্দুল কাদের নিয়মিত এমন সভা আয়োজনের প্রশংসা করেন। শেষে বিদ্যালয়ের উন্নয়নে শিক্ষক, অভিভাবক ও পরিচালনা পরিষদের যৌথ প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করে ভবিষ্যতেও এ ধরনের সমাবেশ নিয়মিত আয়োজনের আশ্বাস প্রদান করা হয়।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।