শুক্রবার, ২৮শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

বেলকুচিতে শিশুমেলা বিদ্যানিকেতন এ ইসলামী আলোচনা সভা ও কোরআন সবক প্রদান

উজ্জ্বল অধিকারী: সিরাজগঞ্জের বেলকুচিতে শিশুমেলা বিদ্যানিকেতন এর উদ্যোগে ইসলামী আলোচনা সভা, শিক্ষার্থীদের কোরআন হাতে দেওয়া ও সবক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে রাজাপুর ইউনিয়নের মাইঝাইল রান্ধুনীবাড়ী এলাকায় অবস্থিত শিশুমেলা বিদ্যানিকেতন প্রঙ্গণে ইসলামী আলোচনা সভা ও শিক্ষার্থীদের মাঝে কোরআন সবক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শিশুমেলা বিদ্যানিকেতন এর সভাপতি আরিফুল ইসলাম বাবু এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমেশপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: শহিদুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে মো: শহিদুল ইসলাম বলেন, প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় ও নৈতিক শিক্ষার উপর জোর দিতে হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতি মো: শরিফুল ইসলাম, মো: আখিদুল ইসলাম আখি, মুফতি মো: সেলিম রেজা, মাওলা দাউদ ইব্রাহীম মুন্না। এসময় আরো উপস্থিত ছিলেন শিশুমেলা বিদ্যানিকেতন এর প্রধান শিক্ষক মো: খোরশেদ আলম খসরু, সহ-প্রধান শিক্ষক মো: ইসমাইল হোসেন প্রমূখ। এসময় ৯ জন শিক্ষার্থীদের মাঝে কোররান সবক প্রদান করা হয়।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়