শুক্রবার, ২৮শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

বেলকুচিতে প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর শুভ উদ্বোধন

উজ্জ্বল অধিকারী: “দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি প্রাণিসম্পদে হবে উন্নতি’এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের বেলকুচিতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ সেবা প্রদর্শনীর শুভ উদ্বোধন ও পুরস্কার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও প্রানিসম্পদ দপ্তরের আয়োজনে উপজেলা প্রাণিসম্পদ অফিস চত্বরে প্রদর্শনীর উদ্বোধন ও পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরিন জাহান।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: নাজমুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা সুকান্ত ধর, উপজেলা প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তা আবু হেলাল উদ্দিন, বেলকুচি থানার উপ-পরির্দশক সবুজ কুমার, দৌলতপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শামচুল আলমসহ বিভিন্ন খামারিরা ও শিক্ষার্থীরা অংশ নেন।

প্রদর্শনীতে ৩০টি স্টলে উন্নত জাতের এবং অধিক উৎপাদনশীল জাতের গবাদিপশু যেমন- গাভি, বাছুর, ছাগল, ভেড়া, মুরগি, হাঁস, কবুতর, শৌখিন পাখি, পোষাপ্রাণী প্রদর্শন করেন উদ্যোক্তারা।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়