বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় জিয়া ব্রিগেডের মিলাদ ও দোয়া মাহফিল
নওগাঁ, প্রতিনিধি: নওগাঁয় সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া ব্রিগেড নওগাঁ জেলার আয়োজনে বুধবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় নিজ কার্যালয়ে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নূর-ই আলম মিঠু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া ব্রিগেট নওগাঁ জেলার আহ্বায়ক আসাদুজ্জামান সিদ্দিকী টিপু এবং সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া বিগ্রেডের সদস্য সচিব আব্দুল কুদ্দুস।
এ সময় বিভিন্ন স্থরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দোয়া মোনাজাত পরিচলনা করেন পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহীদুজ্জামান সাহিদ।
অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের মাঝে খাবার বিতরণ করা হয়।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।