শুক্রবার, ২৮শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

বেলকুচিতে ১ হাজার টাকা কেড়ে নিল কিশোরের প্রাণ

উজ্জ্বল অধিকারী: সিরাজগঞ্জের বেলকুচিতে পাওনার এক হাজার টাকার জন্য শুভ (১৮) নামের এক কিশোর কে হত্যা করার অভিযোগ উঠেছে তারই প্রতিবেশী শাহীন ও হাসানের বিরুদ্ধে । গতকাল মঙ্গলবার (২৫ নভেম্বর) বেলকুচি উপজেলার ভাঙ্গাবাড়ি ইউনিয়নের কোনাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। বুধবার (২৬ নভেম্বর) বিকেলে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে সহকারী পুলিশ সুপার (বেলকুচি সার্কেল) হুমায়ন কবির। 

নিহত শুভ কোনাবাড়ি গ্রামের সাইফুল মোল্লা’র ছেলে। 

নিহতের পারিবারিক সূত্রে জানাযায়, কোনাবাড়ি গ্রামের সাইফুল ইসলামের ছেলে শাহীন শুভ’র কাছে এক হাজার টাকা পেত। এই পাওনা টাকা ফেরতের জেরে গতকাল মঙ্গলবার  সকালে শাহীন  ও তার বন্ধু হাসান মিলে শুভ কে তামাই গ্রাম থেকে তাঁতের কাজ করা অবস্থায় ডেকে নিয়ে গিয়ে তামাই স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এনে এলোমাথাড়ি ভাবে বাঁশ দিয়ে মাথা আঘাত করে।

এতে শুভ ঘটনাস্থলে গুরুতর ভাবে আহত হয় । 

এসময় স্থানীয়রা এগিয়ে আসলে ঘাতক শাহীন ও হাসান  শুভ কে ঘটনাস্থলে ফেলে রেখে দৌড়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাসায় পাঠিয়ে দিলে শুভ’র অবস্থার অবনতি হয়। 

নিহতের পরিবার আরও জানান, শুভ মাথায় আঘাত নিয়ে বাসায় আসলে পরিবারের লোকজন তাকে চিকিৎসার জন্য বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে ডাক্তার তার অবস্থার অবনতি বুঝতে পেরে উন্নত চিকিৎসার জন্য শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজে পাঠায়। সেখানে তার অবস্থার আরও অবনতি ঘটলে ডাক্তার তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজের পাঠান। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় গতকাল (মঙ্গলবার) রাতে মারা যায় শুভ। 

এবিষয়ে সহকারী পুলিশ সুপার (বেলকুচি সার্কেল)  হুমায়ন কবির জানান, আমরা ঘটনাটি জানার পর ঘটনাস্থল পরিদর্শন করেছি। যেহেতু শুভ ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছে। তাই তার লাশ এখন তার বাড়িতে এসে পৌছায়নি। এব্যাপারে নিহতের পরিবারের পক্ষ থেকে এখনও থানায় কোন অভিযোগ হয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনত ব্যবস্থা নেওয়া হবে। আমরা ওই এলাকায় অপৃতিকর ঘটনা এড়াতে পুলিশ মোতায়েন রেখেছি বলেও জানান তিনি।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়