দীর্ঘ ২৩ মাস পর গ্যাস সংযোগ পেলো যমুনা সার কারখানা
সংবাদের আলো ডেস্ক: জামালপুরের সরিষাবাড়ী উপজেলার তারাকান্দিতে অবস্থিত যমুনা সার কারখানায় দীর্ঘ ২৩ মাস পর গ্যাসের সংযোগ দিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি। ২০২৪ সালের জানুয়ারি মাসে এই কারখানায় গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন হয়। তার পর থেকে ইউরিয়া সার উৎপাদন বন্ধ থাকে।
সোমবার (২৪ নভেম্বর) রাতে যমুনা সার কারখানার (ভারপ্রাপ্ত) ব্যবস্থাপক দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ’তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি যমুনা সার কারখানায় ২৩ মাস পর গ্যাসের সংযোগ দিয়েছে। কারখানা সচল করে পুনরায় ইউরিয়া সার উৎপাদনে যেতে অন্তত দুই সপ্তাহ সময় লাগতে পারে বলেও তিনি জানান।
জানা যায়, ১৯৯০ সালে প্রতিষ্ঠিত হলেও যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু ১৯৯১ সালে। প্রতিদিন ১ হাজার ৭০০ মেট্রিক টন দানাদার ইউরিয়া সার উৎপাদন করা হয় এই যমুনা সার কারখানায়।যমুনায় উৎপাদিত সার জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, টাঙ্গাইলসহ কারখানার ‘কমান্ড এরিয়ার’ ১৯ জেলায় সরবরাহ করা হয়ে থাকে।
গ্যাস সংযোগ দিয়ে সার কারখানা চালুর দাবিতে গত ২৩মাস যাবত বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও শ্রমিকরা বিক্ষোভ ও মানববন্ধন করে এসেছেন। পরবর্তীতে দীর্ঘ ২৩ মাস পর গ্যাস সংযোগ পেলো যমুনা সার কারখানা।


সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।