বিএনপি জনগণের দল : আফরোজা খানম রিতা
মানিকগঞ্জ প্রতিনিধি: বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টামণ্ডলীর অন্যতম সদস্য ও মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক এবং বিএনপি থেকে মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মনোনীত প্রার্থী আফরোজা খানম রিতা বলেছেন, বিএনপি জনগণের দল। আপনাদের মূল্যবান ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে। বিএনপি ক্ষমতায় আসলে আপনাদের উন্নয়ন হবে।
আর বিএনপি ক্ষমতায় না আসতে পারলে দেশ পিছিয়ে যাবে। সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার ধানকোড়া ইউনিয়নের চৈন্তা এলাকায় তাঁতী দলের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে আফরোজা খানম রিতা আরো বলেন, আমাদের কথা বলার স্বাধীনতা খর্ব হয়েছিল সেই যুদ্ধে আমরা জয়ী হয়েছি। সেই বিজয় ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে বিএনপিকে ভোট দিতে হবে।
সাটুরিয়া উপজেলা তাঁতীদলের সভাপতি আবু সাঈদের সভাপতিত্বে ও বাবুল হোসেনের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন তাঁতী দলের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদ, বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন সদস্য সচিব মুজিবুর রহমান, জেলা তাঁতী দলের সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস খান মজলিশ মাখন, সাধারণ সম্পাদক আবুল বাশার সরকার। এ সময় উপস্থিত ছিলেন,
জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট জিন্না খান, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ, সাটুরিয়া উপজেলা বিএনপিরর যুগ্ম সম্পাদক আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক শাহীন আজাদ বিপ্লব, সাটুরিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক আমীর হামজা, যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান আরিফ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহসিন উজ্জামানসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।


সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।