সোমবার, ২৪শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

কালিয়াকৈরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু 

পুনম শাহরীয়ার ঋতু,স্টাফ রিপোর্টার: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাজ হিজলতলী এলাকায় সোমবার ভোরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত বৃদ্ধের (৫০) মৃত্যু হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয়রা ও পুলিশ সূত্র জানায় ভোরে সাড়ে ছয়টায় দিকে ওই বৃদ্ধ রেললাইনে হাঁটাহাঁটি করছিল এসময় উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিহত ওই ব্যাক্তি ভভকুড়ে। নিহতের পড়নে ছিলো চেক লুঙ্গি ও কালো টি সার্ট। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছে জয়দেবপুর রেলওয়ে স্টেশন ফাঁড়ি পুলিশ।

হাইটেক পার্ক রেলস্টেশন মাস্টার এস এম খাইরুল ইসলাম জানান ভোর সাড়ে ছয়টায় দিকে একতা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু হয়েছে। রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে। ধারনা করা হচ্ছে ভবকুড়ে হতে পারে।

জয়দেবপুর রেলওয়ে স্টেশন ফাঁড়ি পুলিশের ইনচার্জ এসআই নাদির উজ জামান জানান ভোরে ট্রেনে কাটা পড়ে নিহতের খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াদিন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়