রবিবার, ২৩শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

বান্দরবানে নাইক্ষ্যংছড়িতে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর ৫ সদস্য আটক

আব্দুল আওয়াল আলিফ, বান্দরবান জেলা প্রতিনিধি: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত থেকে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মিয়ানমারের সেনাবাহিনী ও বিজিপির ৫ সদস্যকে অস্ত্রসহ আটক করেছে বিজিবি।

রবিবার (২৩ নভেম্বর)  দুপুরে এরা সীমান্ত পেরিয়ে নাইক্ষ্যংছড়ির ৪২ নং পিলারের কাছে মনজয় পাড়া থেকে বিজিবি সদস্যরা তাদের আটক করে।

আটককৃতদের মধ্যে একজন সেনাবাহিনীর সদস্য ও বাকি চারজন মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ বিজিপির সদস্য বলে জানা গেছে।

আটকৃতরা হলেন- মিয়ানমার সেনাবাহিনীর সদস্য মিন মিন ও (৪২) বিজিপির সদস্য ক্যজয় লিন (৩২), অংসান থ (৩২), শৈথুরা (৩৮) ও কক সিন (৩৫)।

এ বিষয়ে কক্সবাজার বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল মো. মহিউদ্দিন সাংবাদিকদের জানিয়েছেন, সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ৫ জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরবর্তীতে তাদের বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।

উল্লেখ্য, বেশ কিছুদিন থেকে সীমান্তর ওপারে মিয়ানমার সেনাবাহিনীর সাথে বিদ্রোহী গ্রুপ আরাকান আর্মির মধ্যে ব্যাপক সংঘর্ষ চলছে। আরাকান আর্মি কর্তৃক মিয়ানমার সেনাবাহিনীর দখলকৃত ক্যাম্পগুলো পুনরুদ্ধারে সেনাবাহিনী সেখানে অভিযান চালাচ্ছে। সংঘর্ষের ফলে নিরাপত্তা বাহিনীর এসব সদস্যরা বাংলাদেশ সীমান্তে আশ্রয় নিয়ে থাকতে পারে এমন ধারণা করা হচ্ছে। 

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়