মাস্টারদা সূর্যসেন কিন্ডার গার্টেন স্কুলে বিদায় সম্বর্ধনা ও মত বিনিময় সভা অনুষ্ঠিত
রয়েল দত্ত,রাউজান প্রতিনিধি: দক্ষিণ রাউজানে নোয়াপাড়ায় মাস্টারদা সূর্যসেন কিন্ডার গার্টেন স্কুলে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। গত শনিবার ২২ শে নভেম্বর সকাল ১১ টায় স্কুল প্রাঙ্গনে এই সভা অনুষ্ঠিত হয়। এই সময় অতিথিবৃন্দ,স্কুল পরিচালনা কমিটি,শিক্ষক শিক্ষিকাবৃন্দ, ছাত্র ছাত্রী, অভিভাবকসহ অনেকে উপস্থিতি ছিলেন।
মত বিনিময় সভায় বক্তারা বলেন,আধুনিক মানসম্পন্ন ও যুগোপযোগী এই শিক্ষা প্রতিষ্ঠানটি ২০১০ সাল থেকেই সফলতার সহিত পাঠদানের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। স্কুল পরিচালনা কমিটি ও শিক্ষক শিক্ষিকাদের কঠোর পরিশ্রমের কারনে ছাত্রছাত্রীরা পরীক্ষায় ভালো রেজাল্ট করছে এবং রাকিফো গোল্ড মেডেল বৃত্তি সহ বিভিন্ন ধরনের বৃত্তি পেয়েছে।
বক্তারা এই স্কুলের সফলতা কামনা করেন।পরে ছাত্র ছাত্রীদের মনোমুগ্ধকর গান, নাচ,কবিতা আবৃত্তি সহ বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।


সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।