বৃহস্পতিবার, ২০শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

নাসিরনগরে বিএনপির মনোনয়ন পূর্ণবিবেচনার দাবিতে মামুন সমর্থকদের মানববন্ধন ও বিক্ষোভ

মোঃ সাইফুল ইসলাম, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার-০১ নাসিরনগরে আসনের বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এডভোকেট কামরুজ্জামান মামুনের সমর্থকরা।

বুধবার (১৯ নভেম্বর) সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত নাসিরনগর উপজেলা শহীদ মিনার, কোর্ট রোড, কুন্ডা, ফান্দাউক সহ পৃথকভাবে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। গত (৩ নভেম্বর) ব্রাহ্মণবাড়িয়া- ১নাসিরনগর আসনে বিএনপির থেকে প্রাথমিক মনোনয়ন পান নাসিরনগর উপজেলা বিএনপির সভাপতি এমএ হান্নান।

এ মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে জেলা বিএনপির সহ-সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবি সমিতির সভাপতি কামরুজ্জামান মামুন সমর্থকরা এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এ সময় মানববন্ধন ও বিক্ষোভে কয়েক হাজার মানুষ উপস্থিত ছিল।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়