সোমবার, ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

নাগরপুরে প্রাথমিক সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

মনিরুল ইসলাম,নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুরে প্রাথমিক সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়ন ও বৈষম্য নিরসনের দাবিতে রবিবার (৯ নভেম্বর) বিকেলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা চত্বরে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত এই কর্মসূচনায় শতাধিক শিক্ষক অংশগ্রহণ করেন।

উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি মোঃ আহসানুল কবির মুকুলের নেতৃত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, “দীর্ঘদিন ধরে প্রাথমিক সহকারী শিক্ষকরা ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে আন্দোলন করছেন। কিন্তু এখনও পর্যন্ত সরকারের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি, যা শিক্ষক সমাজে গভীর হতাশা ও ক্ষোভের সৃষ্টি করেছে।”

সিনিয়র সহ-সভাপতি মো. রফিকুল ইসলাম বলেন, “রাজধানীর শাহবাগে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশের হামলা ও নির্যাতনের ঘটনায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি। শিক্ষকরাই জাতি গঠনের মূল কারিগর। তাদের প্রতি এমন আচরণ অমানবিক এবং অগ্রহণযোগ্য।”

মানববন্ধনে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. হোসেন মিয়া, সাবেক সহ-সভাপতি গৌতম কুমার সাহা ও আব্দুল জলিল, সিনিয়র সহ-সভাপতি হাফিজা মমতাজ, সাংগঠনিক সম্পাদক পারভেজ আহমেদ, যুগ্ম সম্পাদক মকবুল হোসেন, উপজেলা কাব লিডার আলতাফ হোসেনসহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

শিক্ষকরা প্ল্যাকার্ড ও ব্যানার হাতে নিয়ে শান্তিপূর্ণভাবে মানববন্ধন পালন করেন। বক্তারা সরকারের প্রতি জানান, “আমরা অনুগ্রহ চাইছি না, আমরা আমাদের ন্যায্য অধিকার দাবি করছি। দ্রুত ১০ম গ্রেড বাস্তবায়ন না হলে ভবিষ্যতে বৃহত্তর আন্দোলন কর্মসূচি নেওয়া হবে।”

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়