রবিবার, ৯ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

শেরপুরে নালিতাবাড়ীতে ২১ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার

মোঃ শাকিল মিয়া, শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ভেদীকুড়া এলাকা থেকে ২১ হাজার টাকার জাল নোটসহ মেহেদী হাসান (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে নালিতাবাড়ী থানা পুলিশ।

জানা গেছে, শুক্রবার (৮ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে নালিতাবাড়ী থানার একটি টিম অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে বিভিন্ন মূল্যের মোট ২১ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।

নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক মেহেদীর বিরুদ্ধে জাল নোট আইনে মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মেহেদী দীর্ঘদিন ধরে জাল নোট কেনাবেচার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তদন্ত শেষে তাকে আদালতে প্রেরণ করা হবে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়