দুর্গাপুরে দিনব্যাপী হাজংদের দেউলী উৎসব অনুষ্ঠিত
রাজেশ গৌড়, দুূগাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোণার দুর্গাপুরে বিরিশিরি ক্ষুদ্র নৃ গোষ্ঠীর কালচারাল একাডেমির আয়োজনে হাজং সম্প্রদায়ের ঐতিহ্যবাহী দেউলী উৎসব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুর্গাপুর ইউনিয়নের শ্যামনগর গ্রামে এ উৎসবের উদ্বোধন করেন আদিবাসী লেখক ও গবেষক মতিলাল হাজং।
পরে আলোচনা সভায় কালচারাল একাডেমির পরিচালক পরাগ রিছিল এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, নেত্রকোণা- ১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান।
এছাড়াও আদিবাসী নেতা, লেখক ও সাহিত্যকরা বক্তব্যে রাখেন৷ প্রধান অতিথি বলেন, দুর্গাপুর ও কলমাকান্দা উপজেলা একটি বাগানের মত । একটি বাগানে যেমন অনেকগুলো ফুল থাকে ঠিক তেমনি দুই উপজেলায় হিন্দু মুসলিম গারো হাজং সকল সম্প্রদায় মিলে আমরা একটি বাগানের মত। আমি চেষ্টা করছি সেই পুষ্পিত বাগানের একজন মালি হিসেবে কাজ করার জন্য।
এজন্য আমার প্রতীক ধানের শীষে আপনারা আপনার ভোটাধিকার প্রয়োগ করে আপনি আমাকে মালি হিসেবে নিয়োগ করতে পারেন। শেষে সন্ধ্যায় বিভিন্ন এলাকা থেকে আগত শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান ও মহিষাসুর বধপালা অনুষ্ঠিত হয়।


সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।