রবিবার, ৯ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

পূর্বধলায় পরকীয়ার জেরে সদ্যোজাত শিশুর মরদেহ উদ্ধার, আটক-২

আব্দুল্লাহ আল মামুন, পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলায় পরকীয়া সম্পর্কের জেরে এক নারীর গর্ভপাত ঘটিয়ে নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। পরে নবজাতকের মরদেহটি পাশের জঙ্গলে ফেলে দেওয়া হয়।

শনিবার (৮ নভেম্বর) সকালে উপজেলার সদর ইউনিয়নের ভিতরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত নবজাতকের মা মোছাঃ নার্গিস আক্তার (৩৫) এর স্বামী রহমত আলী দীর্ঘ ১০ বছর ধরে সৌদি আরবে প্রবাসে রয়েছেন। পাঁচ বছর আগে তিনি স্বল্প সময়ের জন্য দেশে এসে পুনরায় বিদেশে চলে যান। তাদের এক ছেলে ও তিন মেয়ে সন্তান রয়েছে।

প্রায় এক বছর আগে নার্গিস আক্তারের সঙ্গে তার ফুফা-শ্বশুরের ছেলে মোঃ শাহ আলম (২৫)-এর পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে। এ সম্পর্ক থেকে তিনি গর্ভবতী হন। গর্ভাবস্থার সাত মাস পূর্ণ হলে তাঁদের মধ্যে বিরোধ দেখা দেয়। এ সময় শাহ আলম গর্ভপাতের জন্য নার্গিসকে চাপ দিতে থাকেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে শাহ আলম জোরপূর্বক নার্গিস আক্তারকে গর্ভপাতের ওষুধ খাওয়ান। ওষুধ খাওয়ার পর পেটব্যথা শুরু হলে তিনি দেবরের শ্বশুরের বাড়িতে যান। সেখানে ধাত্রী হাসিনা আক্তারের সহায়তায় তিনি মৃত নবজাতকের জন্ম দেন। পরে নবজাতকের মরদেহ পাশের জঙ্গলে ফেলে দেন নার্গিস।

সংবাদ পেয়ে পূর্বধলা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করে। জিজ্ঞাসাবাদে ধাত্রী হাসিনা আক্তার জানান, তিনিই নার্গিসের প্রসব করান।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরুল আলম বলেন, “নবজাতকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নবজাতকের মা’কেও চিকিৎসা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়