বৃহস্পতিবার, ২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

নাগরপুরে আখিনুর মিয়ার মোটরসাইকেল শোডাউনে উত্তাল জনসমুদ্র

মনিরুল ইসলাম, নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে মনোনীত এমপি প্রার্থী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ টাঙ্গাইল জেলা শাখার সেক্রেটারি মোহাম্মদ আখিনুর মিয়ার নেতৃত্বে অনুষ্ঠিত হয়েছে এক বর্ণাঢ্য মোটরসাইকেল শোডাউন।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে নাগরপুর উপজেলা চত্বর থেকে শোডাউনটি শুরু হয়ে উপজেলা ১২টি ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। প্রায় পাঁচশত মোটরসাইকেল নিয়ে আয়োজিত এই শোডাউনে নেতাকর্মী ও সমর্থকরা দলীয় পতাকা, ব্যানার ও পোস্টার হাতে নিয়ে স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলেন গোটা এলাকা।

শোডাউন শেষে সংক্ষিপ্ত সমাবেশে আখিনুর মিয়া বলেন,“জনগণের কল্যাণ ও ন্যায়ের রাজনীতি প্রতিষ্ঠায় আমরা বদ্ধপরিকর। আমি মাঠে-ময়দানে সব সময় মানুষের পাশে আছি, থাকব ইনশাআল্লাহ। জনগণের অধিকার প্রতিষ্ঠা ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।”

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা শাখার সভাপতি মোঃ বাবুল হোসেন, সেক্রেটারি মুফতি আল আমিন মাজাহীরি, সাংগঠনিক সম্পাদক মোঃ খলিলুর রহমানসহ ইসলামী যুব আন্দোলন, ইসলামী শ্রমিক আন্দোলন, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ এবং ইসলামী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ।

এছাড়া বিভিন্ন ইউনিয়ন হতে আগত সহযোগী সংগঠনের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

শোডাউনে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দসহ শত শত তরুণ অংশ নেন। স্থানীয় এলাকাজুড়ে এ আয়োজনকে কেন্দ্র করে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

উল্লেখ্য, মোহাম্মদ আখিনুর মিয়া টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপ্রাপ্ত এমপি প্রার্থী।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়