নির্বাচনী প্রচারণা শুরু বিএনপি মনোনীত গাজীপুর-১ আসনের প্রার্থীর
পুনম শাহরীয়ার ঋতু, স্টাফ রিপোর্টার: গাজীপুরের কালিয়াকৈরে দোয়া, র্যালী ও আলোচনা সভার মাধ্যমে মঙ্গলবার সকালে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু করেছেন বিএনপির মনোনীত প্রার্থী, কেন্দ্রীয় বিএনপির নিবার্হী কমিটির সদস্য ও সাবেক মেয়র মজিবুর রহমান।
এ লক্ষ্যে গাজীপুর-১ আসনের কোনাবাড়ি কাশিমপুরসহ কালিয়াকৈর উপজেলার বিভিন্ন এলাকা থেকে প্রায় লক্ষাধিক লোক স্বতঃস্ফুর্ত ভাবে কালিয়াকৈর ট্রাক স্টেশন এলাকায় জড়ো হন। তাদের অংশগ্রহণে দোয়া মাহফিল শেষে বিএনপির মনোনীত প্রার্থী মজিবুর রহমানের নেতৃত্বে বিশাল একটি র্যালী বের করা হয়।
র্যালীটি উপজেলার কালিয়াকৈর ট্রাক ষ্ট্যান্ড থেকে শুরু হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর বাজার, হিজলতলী, সাহেববাজার বাইপাস, খাড়াজোড়া হয়ে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় কৃষকদলের সহ সভাপতি ভিপি ইব্রাহীম, জেলা বিএনপির সাবেক যুব বিষয়ক সাইজুদ্দিন আহমেদ, একে আজাদ, শামসুল আলম সরকার,এড. কামরুজ্জামান, এড. রফিকুল ইসলাম রফিকসহ কালিয়াকৈর উপজেলা, পৌর বিএনপি ও অংগ্রসংগঠনের নেতাকর্মীরা।
এসময় বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীক প্রার্থী মজিবুর রহমান বলেন, আমাকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দেওয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সর্বস্তরের দলীয় নেতাকর্মীদের ধন্যবাদ জানাই। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অনেক প্রত্যাশা নিয়ে আমাকে ধানের শীষে মনোনয়ন দিয়েছেন। সেই ধানের শীষের সমর্থনের জন্য আজকে এই র্যালীতে লক্ষ লক্ষ লোক অংশগ্রহণ করেছেন।
তিনি আরো বলেন, আমাকে ধানের শীষের প্রার্থী করে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সঠিক করেছেন নাকি ভুল সিদ্ধান্ত দিয়েছেন? এই বার্তা দিতেই র্যালীতে লক্ষ লক্ষ লোক অংশ গ্রহণ করেছেন। আজকের এই র্যালীতে শুধু আমাদের দলীয় নয়, কৃষক শ্রমিক, সাধারন জনতাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ গ্রহণ করেছেন।
আমাদের একটি বড় প্রত্যাশা আমাদের মা সুস্থ হয়ে উঠবেন। সকলের প্রত্যাশায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে আসবেন এবং এই নির্বাচনের নেতৃত্ব দিবেন। দেশবাসীর দোয়ায় ও তারা ভোট দিয়ে তিনি পাশ করবেন। আল্লাহর রহমতে তিনি প্রধানমন্ত্রী চেয়ারে অধিষ্ঠিত হবেন। আর গাজীপুর-১ আসন সরকার গঠনে একটা গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে। আজকের এই র্যালী সেই বার্তাও দিয়েছে।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।