বুধবার, ১০ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

তাড়াশ পৌর প্রেসক্লাবের পক্ষ থেকে নবাগত ওসি হাবিবুর রহমান এর সাথে মতবিনিময় ‎ ‎

খালিদ হাসান, তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: ‎সিরাজগঞ্জের তাড়াশ থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাবিবুর রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে তাড়াশ পৌর প্রেসক্লাব। মঙ্গলবার(৯ ডিসেম্বর) বিকালে প্রেসক্লাবের সদস্যদের উদ্যোগে নবাগত ওসিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

‎এসময় উপস্থিত ছিলেন তাড়াশ পৌর প্রেসক্লাবের আহ্বায়ক খালিদ হাসান, সদস্য সচিব সিরাজুল ইসলাম, জহুরুল ইসলাম, আলামীন মীর,সাগর তালুকদার,আলহাজ আহমেদ টুটুল সহ প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ।

নবাগত ওসির সঙ্গে মতবিনিময়কালে সাংবাদিকরা তাড়াশ উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, সামাজিক সমস্যা ও জনস্বার্থমূলক বিভিন্ন বিষয়ে কথা বলেন। ‎ ‎ওসি মোঃ হাবিবুর রহমান তাড়াশ থানায় দায়িত্ব পালনকালে জনগণের নিরাপত্তা, সেবা নিশ্চিতকরণ, অপরাধ দমন ও শান্তিশৃঙ্খলা বজায়ে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি আরও বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ।

তাদের সহযোগিতা পেলে এলাকায় অপরাধ দমন ও উন্নয়নমূলক কর্মকাণ্ড আরও শক্তিশালী হবে।” ‎ ‎তাড়াশ পৌর প্রেসক্লাবের আহ্বায়ক খালিদ হাসান নবাগত ওসিকে শুভেচ্ছা জানিয়ে বলেন, “আমরা সবসময় সঠিক তথ্য তুলে ধরে সমাজ উন্নয়ন ও জনসচেতনতায় কাজ করি।

আইন-শৃঙ্খলা রক্ষায় সাংবাদিক ও পুলিশের সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ।” ‎ ‎শেষে তাড়াশ পৌর প্রেসক্লাবের পক্ষ থেকে নবাগত ওসিকে আনুষ্ঠানিকভাবে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার আশা ব্যক্ত করা হয়।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়