বুধবার, ১০ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

ধুবিল ইউনিয়নের ৪নং ওয়ার্ডের আয়োজনে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত 

মোঃ আখতার হোসেন হিরন: সিরাজগঞ্জের সলঙ্গায় ৩নং ধুবিল ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সফল সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশুরোগ মুক্তি কামনা করে আজ মঙ্গলবার বাদ আসর বেতুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

৪নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুল জাব্বার আকন্দের সভাপতিত্বে ও সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক সাংবাদিক সুলতান মাহমুদ এর পরিচালনায় দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির নির্বাহী সদস্য ও সিরাজগঞ্জ-৩ রায়গঞ্জ তাড়াশ সলঙ্গা আসনের মনোনয়ন প্রত্যাশী জনাব রাহিদ মান্নান লেনিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন সলঙ্গা থানা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য ও ধুবিল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো: হাসান ইমাম তালুকদার সহন।

উক্ত দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আমজাদ হোসেন মহর সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ।

উপস্থিত আলোচকগণ বলেন, সাবেক প্রধান মন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের মানুষকে সবসময় আগলে রেখেছেন। এখন তিনি অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনা করছি।

মহান আল্লাহ পাক যেন তাঁকে দ্রুত সুস্থতা দান করে আমাদের মাঝে ফিরিয়ে দেন। এ সময় উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন থানা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ সহ ইউনিয়ন ছাত্রদল,যুবদল,স্বেচ্ছাসেবক দল,বিএনপির অসংখ্য নেতাকর্মী। পরিশেষে মহান রবের দরবারে সাবেক প্রধানমন্ত্রীর দ্রুত সুস্থ্যতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়েছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়