আলফাডাঙ্গায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত


আলমগীর কবির, ফরিদপুর প্রতিনিধি: “প্রস্তুত থাকলে দুর্যোগে ক্ষতি হয় কম” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের আলফাডাঙ্গায় উদ্দীপনামুখর পরিবেশে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫। সোমবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে বর্ণাঢ্য র্যালির মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। র্যালিতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী, দমকল বাহিনীর সদস্য এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা অংশ নেন। র্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ কে এম রাহানুর রহমান।অনুষ্ঠানে সভায় স্বাগত বক্তব্যে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাগর হোসেন সৈকত।
এর আগে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয় দুর্যোগ প্রশমন বিষয়ক মহড়া। ফায়ার সার্ভিস স্টেশনের লিডার কোহিনুর রহমানের তত্ত্বাবধানে দমকল বাহিনীর সদস্যরা আগুন লাগলে উদ্ধার ও নিয়ন্ত্রণের কৌশল প্রদর্শন করেন। এছাড়াও আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তুষার সাহা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ভবেন বাইন, উপজেলা মৎস্য কর্মকর্তা তরুণ বসু, এবং উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মতিয়ার রহমান প্রমুখ।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।