বুধবার, ১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ও তার স্ত্রী বিরুদ্ধে ইন্টারপোলে ‘রেড নোটিশ’ জারি আবেদন

সংবাদের আলো ডেস্ক: সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রী রুকমিলা জামানের বিরুদ্ধে ইন্টারপোলের ‘রেড নোটিশ’ জারির আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) চট্টগ্রামের সিনিয়র মহানগর স্পেশাল জজ আদালতে এই আবেদন করে প্রতিষ্ঠানটি।

দুদকের আবেদনটি শুনানির জন্য আগামী ২১ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত।

এর আগে, গত ১৬ সেপ্টেম্বর ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক থেকে ২১ কোটি টাকা ঋণ জালিয়াতির অভিযোগে সাইফুজ্জামান ও রুকমিলাসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা করে দুদক। সেই মামলায় আসামিদের বিরুদ্ধে কর্মচারীকে মালিক সাজিয়ে ঋণ জালিয়াতির অভিযোগ আনা হয়।

এদিকে, যুক্তরাজ্যে সাইফুজ্জামান চৌধুরীর নামে থাকা সম্পদ জব্দ করেছে দেশটির কর্তৃপক্ষ।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়