সাজেক ভ্যালিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, তদন্ত কমিটি গঠন


রাঙামাটি প্রতিনিধি: পার্বত্য জেলা রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র সাজেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার দুপুর ১টার দিকে বাঘাইছড়ি উপজেলার এই পর্যটন কেন্দ্রে আগুন ছড়িয়ে পড়ে। আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং কীভাবে এটি শুরু হয়েছে, তা খতিয়ে দেখতে প্রশাসন একটি তদন্ত কমিটি গঠন করেছে। জেলা প্রশাসনের জারি করা অফিস আদেশ অনুযায়ী, তদন্ত কমিটিতে উপপরিচালক, স্থানীয় সরকার, রাঙ্গামাটি পার্বত্য জেলাকে আহ্বায়ক করে সহকারী পুলিশ সুপার, বাঘাইছড়ি সার্কেল, রাঙ্গামাটি পার্বত্য জেলা, সহকারী পরিচালক, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, রাঙ্গামাটি পার্বত্য জেলা,
সহকারী প্রকৌশলী, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, দিঘীনালা, খাগড়াছড়ি পার্বত্য জেলা সাজেকের দায়িত্বপ্রাপ্তকে সদস্য এবং উপজেলা নির্বাহী অফিসার, বাঘাইছড়ি, রাঙ্গামাটি পার্বত্য জেলাকে সদস্য সচিব করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে অগ্নিকাণ্ডের উৎস ও কারণ উদঘাটন করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে করণীয় বিষয়ে সুপারিশ প্রদান করতে বলা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে তদন্তের পরই প্রকৃত কারণ জানা যাবে। স্থানীয়রা জানিয়েছেন, দুপুরের দিকে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে,
যার ফলে অনেক পর্যটক আতঙ্কিত হয়ে নিরাপদ আশ্রয়ে ছুটে যান। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে আনার জন্য দমকল বাহিনীর একাধিক ইউনিট কাজ করেছে। তবে দুর্গম এলাকা হওয়ায় আগুন নেভানোর কাজে কিছুটা সময় লেগেছে। ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি। রাঙ্গামাটি জেলা প্রশাসন, ফায়ার সার্ভিস, পুলিশ প্রশাসন এবং স্থানীয় জনপ্রতিনিধিরা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। সাজেক বাংলাদেশের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র হওয়ায় এ ধরনের ঘটনা নিয়ে পর্যটকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
অনেকেই এ দুর্ঘটনার দ্রুত তদন্ত ও ভবিষ্যতে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। রাঙ্গামাটির জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ বলেছেন, “তদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে এবং ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। ক্ষতিগ্রস্তদের জন্য প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।




সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।