রবিবার, ২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

নতুন প্রজন্মের ভাবনায় গড়েবো আগামীর বাংলাদেশ: এম ফজলুল হক মিলন

পঙ্কজ সরকার নয়ন, গাজীপুর প্রতিনিধি: “তরুণ প্রজন্মের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক”— এই শ্লোগানে কে সামনের রেখে গাজীপুরের কালীগঞ্জের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে তরুণ প্রজন্মের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে কালীগঞ্জ বালীগাঁও উচ্চ বিদ্যালয় মাঠে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভা সঞ্চালনায় করেন সাবেক ছাত্রনেতা আবু বকর সিদ্দিক, সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ হুমায়ন কবির মাস্টার। এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৫ আসন তথা কালীগঞ্জের মাটি ও মানুষের নেতা বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক একে এম ফজলুল হক মিলন।

তরুণ প্রজন্মের চিন্তা ভাবনাকে প্রধান্য দিয়ে সাজানো হয় আয়োজিত এই আলোচনা অনুষ্ঠান। শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন মুফতি আব্দুল্লাহ আল মামুন। মতবিনিময় সভায় তরুণ সমাজের প্রতিনিধিত্ব করে বিডি ক্লিন কালীগঞ্জের আহ্বায়ক আশিক। তিনি বলেন, আমরা পরিবেশ-পরিচ্ছন্ন, জীববৈচিত্র্যময় এবং স্বচ্ছ কালীগঞ্জ চাই। দখল-দূষণে বিলীন পরিত্যক্ত খাল-নালা দখলমুক্ত করে পরিচ্ছন্ন নগরী গড়ার তাগিদ দেন।“এছাড়া কালীগঞ্জের গা ঘেঁষে চলা একমাত্র নদী শীতলক্ষ্যাকে দূষণের হাত থেকে রক্ষা করে স্বচ্ছ পানি প্রবাহের জন্য আহ্বান জানান। পরিচ্ছন্নতায় বিডি ক্লিন পাশে থাকার প্রয়াস ব্যক্ত করেন তিনি।

ইউথ অ্যাক্টিভিস্ট রানা সরকার বলেন, আমরা এমন কালীগঞ্জ চাই, যেখানে ক্ষমতা প্রশ্নের উপরে যাবে না। বিরোধী মত বিশ্বাসীদের দমন-নিপীড়ন চাই না। যেখানে নিজের মত প্রকাশ করতে পারবো না, আর্গুমেন্ট করতে পারবো না—এমন কালীগঞ্জ আমি তথা আমরা চাই না।”

এইছাড়া তরুণদের মধ্যে বক্তব্য রাখেন, কালীগঞ্জ নারী উদ্যোক্তা ফারজানা আক্তার পলি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী অলক রহমান, পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কৃষাণ সাহা, তরুন চিকিৎসক হোসনে মোবারক, ব্যবসায়ী সাব্বির আহমেদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী নাজমুল ইসলাম, কালীগঞ্জ সেন্ট্রাল কলেজের প্রভাষক নুসরাত জাহান মুনা এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তানজিলা আক্তার।

তরুণদের বক্তব্য শোনার পর প্রধান অতিথির বক্তব্যে একে এম ফজলুল হক মিলন বলেন, “তোমাদের সহযোগিতায় জনগণের ম্যান্ডেট পেয়ে যদি সংসদ সদস্য হতে পারি, তাহলে ইনশাল্লাহ বৈষম্যহীন একটি গোলাপ বাগানের মতো কালীগঞ্জ গড়ে তুলবো। এখানে থাকবে না কোনো ভয়— উন্মুক্ত বিহঙ্গের মতো সবাই মত প্রকাশ করতে পারবে।”তিনি আরও বলেন, “কালীগঞ্জ কখনো চাঁদাবাজির অভয়ারণ্য হিসেবে গড়ে উঠবে না। তরুণদের হাত ধরেই একটি নিরাপদ, মানবিক ও সমৃদ্ধ কালীগঞ্জ গড়ে তোলা হবে।”এসময় তিনি তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তাদের প্রথম ভোট যেন ধানের শীষের পক্ষে যায়।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়