কুড়িগ্রাম জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ সভা ও ক্রাইম কনফারেন্স অনুষ্ঠিত
খালেক পারভেজ লালু ,কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম জেলার সম্মানিত নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতকরণ ও পুলিশি সেবাকে আরও গতিশীল করার লক্ষ্যে জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ সভা এবং আইনশৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৮ জানুয়ারি) দিনের শুরুতে সকাল ৮টা ৩০ মিনিটে কুড়িগ্রাম পুলিশ লাইন্স মাঠে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। এতে অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, পিপিএম। মাস্টার প্যারেড শেষে সকাল ১০টা ৩০ মিনিটে পুলিশ লাইন্স মাল্টিপারপাস ড্রিলশেডে পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, পিপিএম-এর সভাপতিত্বে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা পুলিশের বিভিন্ন স্তরের সদস্যরা তাদের পেশাগত ও ব্যক্তিগত সমস্যা তুলে ধরেন।
পুলিশ সুপার সংশ্লিষ্ট সমস্যাগুলো দ্রুত সমাধানের জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।এ সময় কুড়িগ্রাম জেলা পুলিশে কর্মরত তিনজন পুলিশ সদস্যের অবসরজনিত বিদায় উপলক্ষে আনুষ্ঠানিক বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। পাশাপাশি পেশাদারিত্ব ও প্রশাসনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ডিসেম্বর ২০২৫ মাসে কুড়িগ্রাম জেলা পুলিশের মোট ১৩ জন সদস্যকে পুরস্কৃত করা হয়।
দুপুর ১২টা ৩০ মিনিটে পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে ডিসেম্বর ২০২৫ মাসের মাসিক আইনশৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুড়িগ্রাম জেলায় সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে ভোটকেন্দ্রের সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ এবং সকল পুলিশ সদস্যকে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন পুলিশ সুপার।
সভায় পুলিশ সুপার আরও বলেন, সন্ত্রাসবাদ দমন, সাম্প্রদায়িক উসকানি প্রতিরোধ, মাদক নির্মূল, অপরাধ নিয়ন্ত্রণ ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশের সকল কর্মকর্তা ও সদস্যকে আইনের আলোকে দৃঢ়ভাবে দায়িত্ব পালন করতে হবে। পাশাপাশি জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার অগ্রগতি নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ.এস.এম মুক্তারুজ্জামান, কুড়িগ্রাম সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. মাসুদ রানা, নাগেশ্বরী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. গোলাম মোর্শেদ, ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন, রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রাসেল কবির, কুড়িগ্রাম পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার মো. আখতারুজ্জামানসহ সকল থানা ও ইউনিট প্রধান এবং বিভিন্ন ইউনিটের পুলিশ সদস্যরা।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।