উলিপুরে গুলশান জগার্স সোসাইটি ঢাকা উদ্যোগে শীতার্তের মাঝে ৪শত কম্বল বিতরণ
উলিপুর(কুড়িগ্রাম) প্রতিনিধি: উলিপুরে আরডিআরএস বাংলাদেশের সহযোগিতায় অসহায় শীতার্ত মানুষের মধ্যে শীত বস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার সকাল ১১টায় হাতিয়া ইউনিয়নের চৌমুহনী ব্রাঞ্চে ও চিলমারি আরডিআরএস প্রাঙ্গনে উপজেলার অসহায় শীতার্ত মানুষের মাঝে৪শত কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেনউপজেলার সহকারী কমিশনার (ভু’মি) এস এম মেহেদী হাসান।
গুলশান জগার্স সোসাইটি ঢাকা প্রতিনিধি চন্দন কে মজুমদার, জাকির হোসেন,দেলোয়ার হোসেন,এনামুল হক,মোহাম্মদ নাসিম উদ্দিন, অ্যাডমিনিস্ট্রেশন উপজেলা প্রশাসনিক কর্মকর্তা, চিলমারি , সুবল কুমার প্রামানিক রিজিওনাল ম্যানেজার আরডি আর এস কুড়িগ্রাম,মনোরন্জনরায় চৌমোহনী সদর শাখা ব্যবস্থাপক।উপজেলার সহকারী কমিশনার (ভু’মি) এস এম মেহেদী হাসান, গুলশান জগার্স সোসাইটি ও আর ডি আর এস বাংলাদেশকে শীতার্ত মানুষদের সহায়তায় এগিয়ে আসার জন্য আন্তরিক ধন্যবাদ জানান এবং দরিদ্র শীতার্ত মানুষেরা এরফলে তীব্র শীত হতে রক্ষা পাবে বলে উল্লেখ করেন।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।