রবিবার, ২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

নাগরপুরে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ১০ দলীয় জোটের নির্বাচনী মিছিল

মনিরুল ইসলাম,নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় জামায়াত সমর্থিত ১০ দলীয় জোটের উদ্যোগে একটি বর্ণাঢ্য নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি টাঙ্গাইল–০৬ (নাগরপুর–দেলদুয়ার) আসনে ১০ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. একেএম আব্দুল হামিদের সমর্থনে আয়োজন করা হয়।

শুক্রবার (২৩ জানুয়ারি ২০২৬) বেলা ৩টায় নাগরপুর উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে থেকে মিছিলের সূচনা হয়। অংশগ্রহণকারীরা দাঁড়িপাল্লা প্রতীক হাতে নিয়ে উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন। এ সময় প্রার্থী ডা. একেএম আব্দুল হামিদসহ ১০ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত থেকে স্লোগানের মাধ্যমে প্রার্থীর পক্ষে জনসমর্থন কামনা করেন।

মিছিল শেষে উপজেলা পর্যায়ে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালামের সঞ্চালনায় আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন ১০ দলীয় জোটের প্রার্থী ডা. একেএম আব্দুল হামিদ, নাগরপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা রফিকুল ইসলাম এবং নাগরপুর উপজেলা খেলাফত মজলিসের সহ-সভাপতি মাওলানা মো. জাকির হোসেন।

বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠা, ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং কার্যকর সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে ১০ দলীয় জোট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছে। তাঁরা উপস্থিত ভোটারদের দাঁড়িপাল্লা প্রতীকে ভোট প্রদান করে ডা. একেএম আব্দুল হামিদকে বিজয়ী করার আহ্বান জানান।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন টাঙ্গাইল–০৬ আসনের পরিচালক মির্জা রাশিদুল হাছান জুয়েল, এনসিপি ঢাকা মহানগর উত্তর-এর যুগ্ম সদস্য সচিব মো. ওয়াহেদুজ্জামান সুমন, এনসিপি নাগরপুরের প্রধান সমন্বয়ক সরদার আশরাফ, টাঙ্গাইল জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি মো. আব্দুল আলিমসহ জামায়াতে ইসলামী ও জোটভুক্ত বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতৃবৃন্দ।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়