রাউজান আসনে লড়ছেন চার প্রার্থী,শুরু আনুষ্ঠানিক প্রচারনা
রয়েল দত্ত,রাউজান প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম-৬ (রাউজান) সংসদীয় আসনে প্রার্থীদের নির্বাচনী প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। মনোনয়নপত্র দাখিল ও প্রতীক বরাদ্দের পর থেকেই মাঠে নেমেছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ও তাঁদের সমর্থকরা। বৃহস্পতিবার নোয়াপাড়া ইউনিয়ন থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী।
প্রচারণার অংশ হিসেবে তিনি নোয়াপাড়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গণযোগাযোগ ও পথসভা করেন।এ সময় তিনি এলাকার ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করার আহ্বান জানান।একইদিন সকাল ৯টায় রাউজান পৌরসভার ১নং ওয়ার্ড থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেন রাউজান উপজেলা আমীর ও চট্টগ্রাম-৬ (রাউজান) সংসদীয় আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী শাহ জাহান মঞ্জু ।
প্রচারণাকালে তিনি দলের নির্বাচনী প্রতীক দাঁড়িপাল্লার পক্ষে ভোট প্রার্থনা করেন। এ সময় তাঁর সঙ্গে দলীয় নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।প্রচারণা চলাকালে তিনি সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন।এইদিকে দুপুরে কদলপুর ইউনিয়ন থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন বৃহত্তর সুন্নী জোট সমর্থিত বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত চট্টগ্রাম-০৬ (রাউজান) সংসদীয় আসনের মোমবাতি প্রতীক প্রার্থী অধ্যক্ষ আল্লামা ইলিয়াছ নূরী।
এ সময় তিনি দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে কদলপুর ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, বাজার ও জনবহুল এলাকায় গণসংযোগ করেন।প্রচারণাকালে অধ্যক্ষ আল্লামা ইলিয়াছ নূরী সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং এলাকার সমস্যা, উন্নয়ন ও সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন।এ সময় বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ও বৃহত্তর সুন্নী জোটের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নেতাকর্মীরা মোমবাতি প্রতীকের পক্ষে স্লোগান দেন এবং ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে প্রচারণা চালান।
গণসংহতি আন্দোলন রাউজান উপজেলা সমন্বয়ক খালেদ আহমেদ জানায়, সকাল ১১টায় নিজ গ্রাম বাগোয়ান ইউনিয়ন থেকে পারিবারিক কবর জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তাঁর নির্বাচনী প্রচারণা শুরু করেছেন রাউজান–৬ আসনে গণসংহতি আন্দোলন (জিএসএ) মনোনীত প্রার্থী নাসির উদ্দিন তালুকদার। তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জনগণের কাছে মাথাল প্রতীক মার্কায় ভোট প্রার্থনার মাধ্যমে নির্বাচনী কার্যক্রম শুরু করেন।
সরেজমিনে দেখা গেছে,এলাকাজুড়ে লিফলেট বিতরণ,পথসভা ও উঠান বৈঠকের মাধ্যমে ভোটারদের কাছে নিজেদের নির্বাচনী প্রতিশ্রুতি তুলে ধরছেন প্রার্থীরা।সকাল থেকে রাত পর্যন্ত প্রচারণায় সরব হয়ে উঠেছে রাউজানের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।