বৃহস্পতিবার, ২২শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

নাহিদ ইসলামের হাতে ‘পাল্লা-কলি’ তুলে দিলেন জামায়াত আমির

সংবাদের আলো ডেস্ক: ১০ দলীয় জোটের ‘সমন্বিত প্রতীক’ হিসেবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের হাতে দাঁড়িপাল্লা তুলে দিলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে মিরপুর-১০ নম্বরের আদর্শ উচ্চ বিদ্যালয়ের নির্বাচনী জনসভায় বক্তব্যকালে নাহিদ ইসলামের হাতে দাঁড়িপাল্লা তুলে দেন তিনি।

জামায়াত আমির বলেন, আজকে বাকিদের হাতে দেব দাঁড়িপাল্লা। আর নাহিদ ইসলামের হাতে দেব ‘পাল্লা-কলি’।

এনসিপির নির্বাচনী প্রতীক শাপলা কলির দিকেই ইঙ্গিত করে জামায়াত আমির হয়তো এমনটা বলেছেন।

জনসভায় বক্তব্যকালে জামায়াত আমির বলেন, দেশে নতুন পোশাকে ফ্যাসিবাদের উত্থান হতে দেয়া হবে না। নতুন করে ফ্যাসিবাদের উত্থান হলে তাদেরও পরিণতি হবে ৫ আগস্টের মতো।

সমাবেশে আগামী নির্বাচনে দেশের রাষ্ট্র কাঠামো পরিবর্তনের লক্ষ্যে গনভোটে ‘হ্যাঁ’ ও দশ দলীয় জোটের প্রার্থীকে নির্বাচনের আহ্বান জানান বক্তারা।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়