আরও তিন আসনে প্রার্থী ঘোষণা এনসিপির
সংবাদের আলো ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আরও তিন আসনে প্রার্থী চূড়ান্ত করেছে। এ নিয়ে মোট ৩০টি আসনে প্রার্থী চূড়ান্ত করল দলটি।
মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে প্রার্থীদের নাম চূড়ান্ত করার বিষয়টি নিশ্চিত করেন এনসিপির মিডিয়া সেলের প্রধান মাহবুব আলম।
চূড়ান্ত হওয়া তিনটি আসনের প্রার্থীরা হলেন, ‘নেত্রকোনা-২’ আসনে ফাহিম পাঠান, ‘মৌলভীবাজার-৪’ আসনে প্রীতম দাশ ও ‘রাজবাড়ী-২’ আসনে জামিল হিজাযী।
এর আগে, ২৫৩টি সংসদীয় আসনে নির্বাচনী সমঝোতার ঘোষণা দেয় জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১০ দলীয় নির্বাচনী জোট। এই নির্বাচনী ঐক্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের থাকার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত দলটি এই সমঝোতায় না এসে এককভাবে ২৬৮ আসনে নির্বাচন করার ঘোষণা দেয়।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।