বৃহস্পতিবার, ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশের কথা ভাবতে হবে: রিজওয়ানা হাসান

সংবাদের আলো ডেস্ক: ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশের কথা ভাবতে হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। 

তিনি বলেন, সৃষ্টির সেরা জীব হিসেবে নিজেকে অন্যান্য প্রাণ ও প্রকৃতির সেবায় নিয়োজিত করাও আমাদের দায়িত্ব।

বুধবার (১৪ জানুয়ারি) ঢাকার বেইলি রোডে ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘রুটস টু লিগ্যাসি : প্লাটিনাম জুবিলি সেলিব্রেশন’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্কুলের প্রাক্তন শিক্ষার্থী সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, এই প্রতিষ্ঠান অসংখ্য যোগ্য ও স্বনামধন্য শিক্ষার্থী তৈরি করেছে। যারা এই স্কুলকে মহিমান্বিত করেছেন এবং মানুষ গড়ার কাজে শ্রম দিয়েছেন, সেই সব শিক্ষকদের প্রতি আমার গভীর শ্রদ্ধা জানান।

পরিবেশ সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করে উপদেষ্টা বলেন, আমাদের বুঝতে হবে কেন আমরা প্লাস্টিকের বোতল ছেড়ে আবার কাচের জগ ও গ্লাসে ফিরে যাচ্ছি—এটি মূলত একটি মূল্যবোধের বিষয়। তিনি উপস্থিত সবাইকে পরিবারের সদস্যদের প্লাস্টিকের ব্যাগের পরিবর্তে চটের ব্যাগ ব্যবহারে উৎসাহিত করার আহ্বান জানান।

তিনি বলেন, প্লাস্টিক আজ আমাদের রক্তে, ফুসফুসে এমনকি মায়ের দুধেও পাওয়া যাচ্ছে। এ জন্য মানুষের অসচেতনতাই মূলত দায়ী। রাজনৈতিক সচেতনতার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের জন্য কাজ করতে হবে। ব্যক্তিগত জীবনের সাফল্য ব্যক্তি ও পরিবার উদ্যাপন করে, কিন্তু সামাজিক ও রাষ্ট্রীয় জীবনের সাফল্য উদ্যাপন করে পুরো সমাজ ও রাষ্ট্র। দেশকে বদলাতে হলে আগে নিজেকে বদলাতে হবে।

কলেজের অধ্যক্ষ মাজেদা বেগম বলেন, উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান তার মানবিক ও সামাজিক দায়বদ্ধতার কারণে এই প্রতিষ্ঠানের বর্তমান ও ভবিষ্যৎ শিক্ষার্থীদের জন্য এক অনুপ্রেরণার উৎস। তিনি স্কুল পরিবারের সঙ্গে নিজেকে যুক্ত রাখার জন্য উপদেষ্টাকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজের অন্তর্বর্তী কমিটির সভাপতি মো. আজমল হক এবং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ব্যারিস্টার ইফফাত গিয়াস আরেফিন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়