বৃহস্পতিবার, ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

হ্যান্ডকাপসহ মাদক ব্যবসায়ীকে ছিনিয়ে নেয়ার ঘটনায় তিনজন গ্রেফতার

পুনম শাহরীয়ার ঋতু, স্টাফ রিপোর্টার: গাজীপুরের কালিয়াকৈরে টান কালিয়াকৈর এলাকা থেকে গাজীপুর মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের হাত থেকে হ্যান্ডকাপসহ মাদক ব্যবসায়ী ছিনিয়ে নেয়ার ৪৮ ঘন্টা পর মঙ্গলবার রাতে ঘটনার সাথে জরিত তিনজন কে গ্রেফতার করেছে পুলিশ। তবে উদ্ধার হয়নি ছিনিয়ে নেয়া হ্যান্ডকাপ ও অভিযুক্ত ব্যক্তি। গ্রেফতারক…তরা হলো উপজেলার টান কালিয়াকৈর গ্রামের মৃত আহাদ উল্লাহ ছেলে শাহ আলম(৫৫) , ও তার স্ত্রী শায়লা বেগম(৪৫) ছেলে শাকিল আহমেদ(২৮)।

পরে গ্রেফতারক…তদের বুধবার দুপুরে আদালতের মাধ্যমে গাজীপুর জেল হাজতে পাঠায় পুলিশ। এলাকাবাসী, পুলিশ সূত্র জানায়, কালিয়াকৈর উপজেলার বিভিন্ন এলাকায় দিন দিন মাদকের ব্যাপক বিস্তার সৃষ্টি হয়েছে। মাদকাসক্ত হয়ে পড়ছেন শিশ শিক্ষার্থীসহ বিভিন্ন বয়সের মানুষ। ফলে এখানে বাড়ছে নানা ধরণের অপরাধ প্রবণতা। আর মাদকের ব্যাপক বিস্তার নিয়ন্ত্রণে চেষ্টা চালিয়ে যাচ্ছে গাজীপুর মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। তারা বিভিন্ন সময় উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীদের আটক করেন। পরে উপজেলা প্রশাসনের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা চালিয়ে আটকক…ত মাদক ব্যবসায়ীদের কারাদন্ড প্রদান করা হয়।

এর ধারাবাহিকতায় গত রবিবার সন্ধ্যায় গাজীপুর মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আনোয়ার হোসেনের নেতৃত্বে কয়েকজন কর্মকর্তা-কর্মচারী উপজেলার টানকালিয়াকৈর মোল্লাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযান চালিয়ে মাদকসহ হাবিবুর রহমান (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।এসময় গ্রেফতারক…তরা তাদের পরিচয় জানতে চাইলে সেখানে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের কর্মকর্তারা পরিচয় দেয়ার পর হাতে হ্যান্ডকাপ লাগিয়ে গাড়িতে তুলেন মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা।

এসময় ওই মাদক কারবারীর পরিবার ও স্বজনরা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলা চালিয়ে হ্যান্ডকাপসহ হাবিবুর কে ছিনিয়ে নেয়। এসময় মাদক ব্যবসায়ীদের হামলায় গাজীপুর মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আনোয়ার হোসেন, এসআই বাকের, এসআই আরিফসহ সাত কর্মকর্তা-কর্মচারী আহত হন। পরে খবর পয়ে কালিয়াকৈর থানার পুলিশ ও স্থানীয় তাদের উদ্ধার করে উপজেলার বিভিন্ন হাসপতালে ভর্তি করেন। এদিকে ঘটনার পর থেকেই মাদককারবারী ও হামলাকারীরা আত্বগোপনে চলে যায়।

এদিকে ঘটনার দিন রাতেই অধিদপ্তরের পরিদর্শক আনোয়ার হোসেন বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করেন। কিন্তু ওই ঘটনার ৪৮ ঘন্টার পর পুলিশ মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনার সাথে জরিত তিনজন কে গ্রেফতার করে পুলিশ কাছে থাকা হ্যান্ডকাপটি উদ্ধার করতে পারেনি পুলিশ ও মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। এ ঘটনায় হতাশাগ্রস্থ হয়ে পড়েছেন এলাকাবাসী। কালিয়াকৈর থানার ওসি খন্দকার নাসির উদ্দিন জানায় হামলা চালিয়ে হ্যান্ডকাপসহ মাদককারবারী ছিনিয়ে নেয়ার ঘটনায় আটক তিনজনকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। ঘটনার দিন রাতেই মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরির্দশক আনোয়ার হোসেন বাদি হয়ে মামলা দায়ের করেন।বাকিদের গ্রেফতারে চেষ্টা অব্যহত রয়েছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়