বৃহস্পতিবার, ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

ক্যান্সারে আক্রান্ত সন্তানের পাসপোর্ট বাবার কাছ থেকে ফিরে পেতে মায়ের রিট

সংবাদের আলো ডেস্ক: ক্যানসার আক্রান্ত ৭ বছরের শিশু মোয়াজের পাসপোর্ট ফিরে পেতে হাইকোর্টে রিট করেছেন মা রোকাইয়া তাহসিনা। আজ বুধবার (১৪ জানুয়ারি) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হাসানের দ্বৈত বেঞ্চে এই শুনানি হয়। শুনানি শেষে আগামীকাল (বৃহস্পতিবার) আদেশ দেবেন হাইকোর্ট।

জানা যায়, গত ১১ই জানুয়ারি ক্যানসার আক্রান্ত ৭ বছরের শিশু মোয়াজের পাসপোর্ট ফিরে পেতে তার বাবার কাছে বারবার আবেদন জানান মা রোকাইয়া তাহসিনা। আদালত শুনানি করে ক্যানসার আক্রান্ত সন্তানকে বিদেশে নিতে বাবা মাকে একসঙ্গে বসে বিদেশে নেয়ার প্রক্রিয়া শুরু করার মৌখিক আদেশ দেন। দুই জনের সম্মতিক্রমে সব কাগজপত্র হাইকোর্টে দাখিলের নির্দেশ দেন।

শিশুটির মা রোকাইয়া তাহসিনা জানান, তাদের স্বামী-স্ত্রী ডিভোর্স হয়েছে। কিন্তু তাদের একমাত্র সন্তান মোয়াজ ক্যানসার আক্রান্ত হয়ে চতুর্থ ধাপে আছে। কিন্তু মোয়াজের বাবা তার পাসপোর্ট আটকে রাখায়, সন্তানকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নিতে বাধা তৈরি হচ্ছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়