কাশিমপুরে আবাসিক হোটেল থেকে নারীসহ ৪২জন গ্রেফতার
পুনম শাহরীয়ার ঋতু,স্টাফ রিপোর্টার: গাজীপুরের কাশিমপুর মেট্রো থানাধীন জিরানী বাজার এলাকার ড্রিমল্যান্ড আবাসিক হোটেল থেকে অনৈতিক কাজের অভিযোগে সোমবার রাতে অভিযান চালিয়ে ২৩জন পুরুষ ও ১৯ নারী যৌনকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। পরে গ্রেফতারকৃতদের মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে গাজীপুর জেল হাজতে পাঠানো হয়।
পুলিশ স্থানীয় সূত্র জানায় সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে জিরানি বাজার এলাকার ড্রিমল্যান্ড গেষ্ঠ হাউছ নামে একটি আবাসিক হেটেলে অভিযান চালায় কাশিমপুর থানা পুলিশ। এসময় ওই হোটেল থেকে অনৈতিক কাজে জরিত সন্দেহে ২৩জন পুরুষ ও ১৯জন নারীকে গ্রেফতার করা হয়।
এদিকে ওই একই হোটেলে আরো তিনবার অভিযান চালায় পুলিশ। তবে বার বার অভিযান পরিচালনার পড়েও হোটেলটির র্কাযক্রম বন্ধ না হওয়ায় হতাশ প্রকাশ করেছেন স্থানীয়রা। স্থানীয়দের অভিযোগ এমন একটি শিল্প এলাকায় আবাসিক হেটেলে অনৈতিক কাজকর্ম পরিচানায় যুবসমাজ ও পরিবেশ নষ্ট হচ্ছে।এছাড়াও এসব কাজের জন্য শিক্ষা প্রতিষ্ঠান ও শিল্প কারখানার পরিবেশ ঝুকিতে পড়ছে। এবং কি এসব হোটেল গুলোতে দেহব্যবসার পাশাপাশি মাদকের অবয়আশ্রম হিসেবে আক্ষায়িত হয়েছে।
তবে অভিযান চালনার পর কিছুদিন বন্ধ থাকার পড়েও আবার ফের পূর্নরায় অনৈতিক কাজ শুরু করে এমন অভিযোগ করেছেন এলাকাবাসী।
স্থানীয় বাসিন্দা সুলতান আহমেদ জুলহাস মিয়া বলেন এই হোটেলে অনৈতিক কাজ চলে আমাদের ছেলে মেয়েরা স্কুলে যাতায়াতের সময় অপ্রিতিকর পরিস্থিতিতে পড়তে হয়। তাছাড়া যুব সমাজেকে ধংশের মুখ থেকে ফেরাতে এসব হোটেল চিরতরে বন্ধ করতে হবে। আইনি ব্যাবস্তা জোরদারের আহবান জানায় এলাকাবাসীরা।
কাশিমপুর থানাও ওসি মোল্লা খালিদ হাসান জানায় আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগে নারীসহ ৪২জনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।