মঙ্গলবার, ২৩শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

গভীর রাতে শীতার্তদের গায়ে কম্বল জড়িয়ে দিলেন ইউএনও

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে গভীর রাতে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ছিন্নমূল শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মোঃ তাসনিমুজ্জামান। সোমবার (২২ ডিসেম্বর) দিবাগত গভীর রাতে পৌরসভার ঝালুপাড়া, আরামনগর বাজার, শিমলাবাজার, রেলওয়ে স্টেশন, পপুলার মোড়,ও বাউসি বাজার এলাকায় শতাধিক ছিন্নমূল শীতার্ত মানুষকে গায়ে জড়িয়ে দেন তিনি। সরজমিনে দেখা যায়, কনকনে শীতে কাঁপছে সারা দেশ।

আর এ শীতে চরম ভোগান্তিতে পড়েছে যমুনা ও ঝিনাইনদী বেষ্টিত জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার অসহায় শীতার্ত মানুষ। আর এ শীতে সবচেয়ে বেশি কষ্টে রয়েছে সমাজেন ছিন্নমূল মানুষরা। ছিন্নমূল শীতার্ত মানুষের কষ্ট লাঘবে পৌরসভার বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে অসহায় ছিন্নমূল মানুষের কাছে গভীর রাতে কম্বল নিয়ে হাজির হচ্ছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ তাসনিমুজ্জামান।

কনকনে শীতের মধ্যে উপজেলা নির্বাহী অফিসার যখন ছিন্নমূল মানুষের গায়ে কম্বল জড়িয়ে দিচ্ছেন এসময় তারা আবেগে আপ্লূত হয়ে পড়েন। অনেকেই কম্বল পেয়ে আবেগে উচ্ছাস প্রকাশ করেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ তাসনিমুজ্জামান বলেন, এ সময় সর্বত্রই শীত বয়ছে। শীতে সবচেয়ে বেশি কষ্টে রয়েছে সমাজের ছিন্নমূল অসহায় মানুষ।

তাই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গভীর রাতে ঘুরে ঘুরে তাদের মধ্যে কম্বল বিতরণ করা হচ্ছে।যদিও চাহিদার চেয়ে কম্বল বরাদ্দ অনেক কম। তবে পর্যাক্রমে সকল অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ অব্যাহত থাকবে বলে জানান তিনি। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প কর্মকর্তা শওকত জামিল, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সালাউদ্দিন সরকার, ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার আবু সালেহ মোঃ ইমরান, উপ সহকারী প্রকৌশলী রবিউল ইসলাম প্রমুখ।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়