পাকিস্তানের নৌবহরে যুক্ত হলো আরও একটি যুদ্ধজাহাজ
সংবাদের আলো ডেস্ক: পাকিস্তানের নৌবহরে যুক্ত হলো তুরস্কের আরও একটি যুদ্ধজাহাজ। ইস্তাম্বুলে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানের উপস্থিতিতে আয়োজন করা হয় যুদ্ধযানটির কমিশনিং অনুষ্ঠান। এ সময় পাকিস্তান নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নাভিদ আশরাফও উপস্থিত ছিলেন।
আজ রোববার (২১ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানের গণমাধ্যম ডন।
২০১৮ সালে হওয়া চুক্তি অনুযায়ী, আঙ্কারার কাছ থেকে এই যুদ্ধজাহাজ পেলো ইসলামাবাদ। ‘পিএনএস খাইবার’ নামের এই যুদ্ধজাহাজটি মূলত তুরস্কের মিলগেম ক্লাস করভেট। যেখানে সংযোজন করা হয়েছে অত্যাধুনিক প্রযুক্তির কমান্ড ও কন্ট্রোল সিস্টেম।
এছাড়াও, আধুনিক সমরাস্ত্র ব্যবস্থা ও সেন্সর যুক্ত করা হয়েছে যুদ্ধযানটিতে। দুদেশের চুক্তি অনুসারে তুরস্ক থেকে আরও দুটি যুদ্ধজাহাজ পাবে পাকিস্তান।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।