শনিবার, ২০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

আলফাডাঙ্গায় মেরিন মাস্টার লিয়াকত হোসেন এর মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আলমগীর কবির, (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের আলফাডাঙ্গায় বাংলাদেশ নৌযান ফেডারেশনের সদস্য মেরিন মাস্টার  লিয়াকত হোসেনের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ নভেম্বর) বিকালে উপজেলার কুচিয়াগ্রাম বটতলা বাজারে স্থানীয় “কুচিয়াগ্রাম নাবিক ঐক্য পরিষদ”এই অনুষ্ঠানের আয়োজন করেন।

স্মরণসভায় লিয়াকত হোসেনের বর্ণাঢ্য কর্মজীবনের স্মৃতিচারণ করে বক্তব্য দেন, আলফাডাঙ্গা আদর্শ নাবিক বহুমুখী সমিতির উপদেষ্টা বেলায়েত হোসেন মাস্টার, আবু তাহের মাস্টার, সংগঠনটির সাধারণ সম্পাদক মো. আফসার মাস্টার, সিনিয়র সহ-সভাপতি ইরান মাস্টার, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল আলম মাস্টার  ও স্থানীয় ইউপি সদস্য মকিবুল হাসান মক্কা সহ আলফাডাঙ্গা উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত নৌযান শ্রমিক বৃন্দ উপস্থিত ছিলেন। 

এ সময় বক্তারা বলেন, লিয়াকত হোসেন ছিলেন নৌযান ফেডারেশনের একজন নিবেদিতপ্রাণ ও আদর্শবান সদস্য। নৌখাতের উন্নয়নে এবং নাবিকদের অধিকার আদায়ে তার বলিষ্ঠ ভূমিকা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে। তার অকাল মৃত্যুতে আলফাডাঙ্গা উপজেলার সমগ্র নাবিক সমাজের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

আলোচনা সভা শেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

​উল্লেখ্য, আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের চর কুচিয়াগ্রামের বাসিন্দা লিয়াকত হোসেন মাস্টার গত ৮ নভেম্বর স্ট্রোকজনিত কারণে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি অসংখ্য গুণগ্রাহী ও সহকর্মী রেখে গেছেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়