শনিবার, ২০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

নদীর পানিতে ডুবে ১২ বছরের এক কিশোরীর মৃত্যু

মনিরুল ইসলাম,নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মোকনা ইউনিয়নে ধলেশ্বরী নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে এক কিশোরীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

নিহত কিশোরীর নাম তোয়া (১২)। সে মোকনা ইউনিয়নের বেটুয়াজানি গ্রামের সুরুজ মিয়ার মেয়ে এবং স্থানীয় একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, শনিবার (আজ) দুপুর আনুমানিক ১টার দিকে তোয়া তার দুই বান্ধবীকে নিয়ে ধলেশ্বরী নদীতে গোসল করতে নামে। তারা কেদারপুর সেতুর পশ্চিম-দক্ষিণ পাশে নদীতে নামলে একপর্যায়ে তোয়া গভীর পানিতে তলিয়ে নিখোঁজ হয়।

ঘটনার পরপরই স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে দুপুর আনুমানিক ৩টার দিকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় এক ঘণ্টা চেষ্টা চালানোর পর বিকেল আনুমানিক ৪টার দিকে ডুবুরি দল নদী থেকে তোয়ার মরদেহ উদ্ধার করে এবং তা পরিবারের কাছে হস্তান্তর করে।

এই হৃদয়বিদারক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কিশোরীকে হারিয়ে পরিবার ও স্বজনদের মাঝে চলছে শোক ও কান্নার মাতম।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়