শনিবার, ২০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

তাড়াশে সড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টা, পুলিশের তৎপরতায় নস্যাৎ ‎ ‎

খালিদ হাসান, তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: ‎সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার রানীরহাট–বেড়খালী সড়কে গাছ ফেলে অবরোধ সৃষ্টি করে ডাকাতির চেষ্টার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে উপজেলার বেড়খালী এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, রাতের আঁধারে দুর্বৃত্তরা সড়কের ওপর বড় গাছ ফেলে যানবাহন চলাচল বন্ধ করে ডাকাতির প্রস্তুতি নেয়।

এ সময় কয়েকজন সচেতন পথচারী ও যানবাহন চালক বিষয়টি আঁচ করতে পেরে দ্রুত তাড়াশ থানা পুলিশকে খবর দেন। ‎ ‎সংবাদ পেয়ে পুলিশের একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ডাকাতির চেষ্টা নস্যাৎ করে দেয়। পরে পুলিশ সড়কে ফেলে রাখা গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে। এ ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা রাতের বেলায় পুলিশের টহল জোরদার করার পাশাপাশি ওই সড়কে পর্যাপ্ত ল্যাম্পপোস্ট স্থাপনের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, ডাকাতির উদ্দেশ্যেই সড়কে গাছ ফেলে রাখা হয়েছিল। তবে স্থানীয়দের সচেতনতা ও পুলিশের দ্রুত পদক্ষেপে বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ‎ ‎তিনি আরও জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে দুষ্কৃতিকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়