তাড়াশে সড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টা, পুলিশের তৎপরতায় নস্যাৎ
খালিদ হাসান, তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার রানীরহাট–বেড়খালী সড়কে গাছ ফেলে অবরোধ সৃষ্টি করে ডাকাতির চেষ্টার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে উপজেলার বেড়খালী এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, রাতের আঁধারে দুর্বৃত্তরা সড়কের ওপর বড় গাছ ফেলে যানবাহন চলাচল বন্ধ করে ডাকাতির প্রস্তুতি নেয়।
এ সময় কয়েকজন সচেতন পথচারী ও যানবাহন চালক বিষয়টি আঁচ করতে পেরে দ্রুত তাড়াশ থানা পুলিশকে খবর দেন। সংবাদ পেয়ে পুলিশের একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ডাকাতির চেষ্টা নস্যাৎ করে দেয়। পরে পুলিশ সড়কে ফেলে রাখা গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে। এ ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা রাতের বেলায় পুলিশের টহল জোরদার করার পাশাপাশি ওই সড়কে পর্যাপ্ত ল্যাম্পপোস্ট স্থাপনের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, ডাকাতির উদ্দেশ্যেই সড়কে গাছ ফেলে রাখা হয়েছিল। তবে স্থানীয়দের সচেতনতা ও পুলিশের দ্রুত পদক্ষেপে বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তিনি আরও জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে দুষ্কৃতিকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।