তাড়াশে হলুদ ফুলের রাজ্যে কৃষকের সপ্ন
খালিদ হাসান, তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় সরিষা ফুলের দোলে দুলছে কৃষকের সপ্ন প্রতি বছরের তুলনায় এবছর অধিক ফলন হবে এই আশা কৃষকের। উপজেলার বেশ কয়েকটি এলাকা ঘুরে দেখা যায় সরিষা ফুলের গালিচায় হলুদের সমারোহ যেন দিগন্ত জোর ফসলের মাঠে এ যেনো এক মহান সৃষ্টি কর্তার সুন্দর নিদর্শন দেখলে চোখ ফেরানো যায়না।
তাড়াশ উপজেলার মাঠকে মাঠ জমিতে সরিষার ফুলে ফুলে ছেয়ে গেছে দেখলে যেন মনে হয় এযেন আল্লাহ তায়ালার অপরুপ সৃষ্টি চোখ জুড়ানো হলুদ ফুলের গালিচায় অপরুপ সৌন্দর্য। মাঠগুলো যেন হলুদ চাদরে মোড়ানো ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে বদলে গেছে প্রকৃতির রূপ। শীতের সোনাঝরা রোদে ঝকমক করছে হলুদে-সবুজে মেশানো এক দিগন্ত বিস্তৃত সরিষা ক্ষেত । যেন প্রকৃতি সেজেছে হলুদবরণ সাজে।
বাতাসে বইছে মৌ মৌ গন্ধ। মৌমাছি ও মৌচাষিরা ব্যস্ত মধু আহরণে। শীতে নয়নাভিরাম বাংলার চিরায়ত এ দৃশ্য দেখতে ও স্মার্টফোনে ছবি তুলতে প্রকৃতিপ্রেমীরা ভিড় করছে উপজেলার বিভিন্ন এলাকায়। তাড়াশ উপজেলার অঞ্চল গুলোতে কৃষকরা বোরো আমনের লোকসান পুষিয়ে নিতে এবছর ব্যাপকভাবে সরিষার আবাদ করেছেন এবং অধিক ফলনের সপ্ন বুনছেন। কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, সরিষা চাষ শুধু কৃষকদের আর্থিকভাবে লাভবান করছে না, পাশাপাশি ভোজ্যতেলের চাহিদা পূরণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
মাঠজুড়ে হলুদ সরিষার ফুল তাড়াশের গ্রামীণ অর্থনীতির সম্ভাবনাকে তুলে ধরছে। কৃষকেরা বলছেন, প্রতিবছরের তুলনার এবছর আবহাওয়া অনুকুলে রয়েছে তাই আমরা এবছর অধিক ফলন ঘরে তুলতে পারবো এবং এবছর ফলনও ভালো আশা করছি লাভও ভালো হবে।
এ বিষয়ে তাড়াশ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শর্মিষ্ঠা সেন গুপ্তা বলেন, “চলতি মৌসুমে তাড়াশ উপজেলায় সরিষা চাষের লক্ষ্যমাত্রা পূরণ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় গাছের বৃদ্ধি ভালো হয়েছে। কৃষকদের নিয়মিত পরামর্শ ও সহযোগিতা দেওয়া হচ্ছে, আশা করছি উৎপাদন সন্তোষজনক হবে।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।